আল বিদা
সেলুনে গেলেই শুরু হয় সেলুনের লোকজনের আবদার। ভাই মাথা ওয়াশ করে দেই, ম্যাসাজ করে দেই ইত্যাদি ইত্যাদি। সেভ পারলে আমি সাবান দিয়ে করি। সেলুনে গেলে ফোম দিয়ে করার জন্য পীড়াপীড়ি করে। কত কত যে সার্ভিস তাদের আছে তার সব কিছুই অফার করে।
আমি চুপচাপ চুল কাটিয়ে চলে আসি।
কিছুদিন আগে এমন একবার গেলাম সেলুনে। নিশ্চিত জানি হেডওয়াসের জন্য বলবে। কিন্তু সে বলল ভিন্ন কথা। বলে কিনা আমার চুল পেকে গেছে।
আমার বয়স খুব বেশী না। অবশ্য বয়সেই যে চুল পাকে তা না। চুলে পাক ধরেছে শুনে আয়নায় ভাল করে তাকিয়ে দেখলাম। আর বারবারের চলছে চুলে কালার বা মেহেদী লাগানোর নানারকম অফার। কিন্তু আমার মনটাই ভেঙে গেল।
একসময় হাস্যকরভাবে ভাবতাম আমি মনে হয় চিরযৌবনে থাকব। বয়সের ছাপ আমার উপর কখনই পড়বে না। এই অহংকারের জন্যই হয়ত কিছু আগেই চুলে পাক ধরেছে।
তবুও মনে সাহস রাখলাম। বেশী তো আর চুলে পাক ধরেনি।
কিন্তু পথে অচেনা যার সাথে দেখা হয় বা পথের ভিখারীরা আজকাল আংকেল ডাকে। তখন বুঝতে পারি আসলেই বয়সটা বেড়েছে। আর রাখ ঢাক করে কোন লাভ নেই। নিজেকে মনে করিয়ে দেই এবার মুসিফির তৈরী হও যাওয়ার জন্য।
রোযার আগে সবাইকে শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।