আমাদের কথা খুঁজে নিন

   

জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

রোববার সকাল সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন এবং ফাতেহা পাঠ করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
শেরেবাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গণের বাইরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস রক্তদান কর্মসূচির আয়োজন করে।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অস্থিরতার এক পর্যায়ে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান।
তিনি দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা গ্রহণের পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়, যার প্রথম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন জিয়া।
ক্ষমতায় আরোহনের আগে অবশ্য জিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়, যা পরে বিএনপিতে বিলুপ্ত হয়।
রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়া।

এরপর দলের হাল ধরেন জিয়া স্ত্রী খালেদা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপির জনভিত্তি তৈরি করে দেন খালেদাই।
খালেদার নেতৃত্বে বিএনপি ১৯৯১ এবং ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যায় বিএনপি। তবে ২০০৮ সালের নির্বাচনে দলটির ভরাডুবি ঘটে।
বিএনপি নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, মাসুদ আহমেদ তালুকদার কেন্দ্রীয় নেতা ও সাংসদরা সকালে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।


এছাড়া অঙ্গসংগঠনগুলোর নেতাদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, আবদুস সালাম আজাদ, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, রফিকুল ইসলাম মাহতাব, হাফেজ আবদুল মালেক, শাহ মো. নেসারুল হক, এম এ মালেক নিজ নিজ সংগঠনের পক্ষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.