আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্ত অতিক্রমণ (পৌনঃপুনিক ফিরে আসা মনের কার্নিশে)

© এই খানে প্রকাশিত সকল লেখার এবং অন্যান্য হাবিজাবি সমুহের সর্বসত্ত্ব লেখকের...©

কাঠপেন্সিলের শীষ গুলো সারাক্ষণ তীক্ষ্ণ হতে থাকে শার্পনারের চুমুতে লাল, হলুদ, কালো রঙ এর কাঠের চামড়া জমা হতে থাকে, নির্জন মনস্তত্ত্বে সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর হতে থাকে গ্রাফাইটের কেন্দ্র। গাঢ় থেকে গাঢ়তর হয় ছায়া, অন্ধকারের রাজত্ব নগ্ন কনকোরা কাগজের অমসৃণ সমতলে ছড়িয়ে পড়ে রাজ্যের আঁকিবুকি... লেখা হয় অনিঃশেষ অপারগতার সংলাপ; পৌনঃপুনিক শরীরী আকর্ষণে ফিরে ফিরে আসা মনের কার্নিশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।