মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আগস্ট মাসের মধ্যে মুক্তি না দিলে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মীর রুহুল আমিন ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মীর রুহুল আমিনের কাছে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে এসব হুমকি দেওয়া হয়। আগস্ট মাসের মধ্যে মুক্তি দেওয়ার হুমকি দিলেও চিঠিটি হাকিমের কাছে পৌঁছায় আজ রোববার (১ সেপ্টেম্বর)। বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম আদালত ভবনে তাঁর দপ্তরে ওই চিঠিটি পৌঁছায়।
চিঠিতে কোনো তারিখের উল্লেখ নেই। তবে প্রেরক হিসেবে সাতজনের নাম-ঠিকানা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘চিঠিটি পাওয়ার পরে মুখ্য বিচারিক হাকিম পুলিশকে খবর দেন। এ ব্যাপারে আদালত থেকে একজন কর্মচারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। জিডি হলে তাঁরা তদন্ত করবেন।
তবে যাদের নাম-ঠিকানা ব্যবহার করা হয়েছে, তা ভুয়া হতে পারে বলে আমাদের ধারণা। মুখ্য বিচারিক হাকিমের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।