আমাদের কথা খুঁজে নিন

   

বিচারককে অশ্লীল মন্তব্য, সাকাকে বউয়ের ধমক

মঙ্গলবার সকালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে রায় ঘোষণার সময়ও নানা তীর্যক মন্তব্য করেই যাচ্ছিলেন এই বিএনপি নেতা।
রায়ের নানা প্রসঙ্গে পাল্টা কথা বলে আসছিলেন তিনি। ব্যঙ্গও করছিলেন মাঝে মাঝে।
রায়ের এক পর্যায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার বোনকে বিয়ে করার কথা ছিলো, সেটা বল না?’
এ সময় এই দাপুটে বিএনপি নেতাকে ধমক দেন স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
স্বামীকে ধমক দিয়ে তিনি বলেন, ‘হেই..... কী বলছো তুমি এ সব?’
বিচারক তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর সময় সাকা বলতে থাকেন, ‘বল বল কীভাবে কি করছি……বল….তোর বোনকে কি করছি বল….
‘……হু ধানের কল চুরি করছি ঘরে ঢুকছি তারপর কি করছি বল…….’
‘………লাল মিয়া, সোনা মিয়া…বল….পাঁচ কেটে ছয় করার দরকার কি…মিয়া তো ঠিকই আছে……’
আদালতে করা সাকার অন্য অধিকাংশ মন্তব্যে তার স্ত্রী-স্বজনদের হাসির খোরাক যুগিয়েছে। অবশ্য সাকা আরো বেশ কিছু অশ্লীল মন্তব্য করেন। সে সময় প্রতিক্রিয়াহীন দেখা যায় তার স্ত্রী-সন্তানদের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.