আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটাকে নিয়ে হারামজাদা ঘটক গিয়েছে ভেগে !

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
১. নিরেট কপাল পুড়েছে আমার হয়ে গেছে পুরো ফাঁকা, যতগুলো প্রেম করেছি জীবনে সবাই দিয়েছে ছ্যাঁকা! নিরূপায় হয়ে ঘটক ধরেছি বিয়েথা করব বলে, মেয়ে দেখে ভারী পছন্দ হল,আমি বলি,'ওকে চলে’। কিন্তু কপাল এমন পোঁড়াই বিয়ের দুদিন আগে - মেয়েটাকে নিয়ে হারামজাদা ঘটক গিয়েছে ভেগে ! ২. যা চেয়েছ সব দিয়েছি দেইনি কিছুই বাদ, চাইতে শুধু বাকি আছে একটা ছোট চাঁদ! পুষ্প থেকে শুরু করে দিলাম কত বই, ডিকশনারী ধার যে নিলে,ডিকশনারী কই? বিনিময়ে চাইনি কিছুই চেয়েছিলাম প্রেম- দাওনি তা আর, ছ্যাঁক দিয়েছ, আওলা এখন ব্রেন! ৩. আধা লিটার প্রেম আর এক চিমটি পলিটিক্স, এক মুঠো ‘ছ্যাক্’ ঘুটা দিয়ে করলে ততে মিক্সড্। হার্টের জন্ডিস সারাতে করেছিলাম লাইন, হাতে ধরিয়ে দিলে প্রেমের তরল ওরস্যালাইন!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.