প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে বিশ্বর নানা পরিবর্তন হচ্ছে। ঠিক তেমনি অবাস্তব কাল্পনিক নানা চরিত্র বাস্তবে ভেসে উঠছে। এমনকি কথাও বলছে। কি অবাক হচ্ছেন। হ্যা,এমনটাই ঘটেছে মোনালিসার বেলায়।
চীনের তাদের প্রযুক্তির তালে তৈরি করেছে এনিমেটেড মোনালিসা। যা আগত ভিজিটরদের সাথে কথা বলবে এমনকি তাদেরকে সাড়া দেবে। বেইজিং এর প্লানিং এক্সিবিশন হলে এই মোনালিসাকে দেখা যাবে। শুধু মোনালিসা নয় লিউনার্দোর আরো নানা ছবিকে 3D টেকনলজির মাধমে জীবন্ত করা হয়েছে। এমনকি জিসু ও তাঁর ১২ জন সাহাবিকেও এখানে কথা বলতে ও খেতে দেখা যাবে।
প্রতিদিন হাজার হাজার শিশু ও ভিজিটর আসে এই ছবি গুলো দেখার জন্য। হয়তো দেখার ইচ্ছে হচ্ছে আপনার। হ্যা আপনিও চাইলেই দেখতে পারেন। তবে তার জন্য আপনাকে আমি চীনে যেতে বলবো না। এখানে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।