শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
ইমন ভাইয়ের এই গানটা আমার অনেকগুলো অসহ্য রাত আর বিষণ্ণ সময়ে রোদেলা দিনের প্রেরণা...
মিথ্যা
সময় হলো এখন আমার
মুখোমুখি বসবার
বুকের কাছে প্রিয় আগুন
জ্বলে উঠবার
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাবো
বাতাসের দিনে হেটে যাবো
বহুদূর...
সময় হলো এখন তোমার
আমাকে জাগাবার
ভেজা হাতে ছুয়ে দিয়ো
আমার সব আদ্রতা
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাবো
বাতাসের দিনে হেটে যাবো
বহুদূর...
গানটি শুনতে এখান থেকে নামিয়ে নিন।
এই গানটি অল্টারনেটিভ রক ব্যান্ড ব্ল্যাক এর। ব্ল্যাকের প্রথম ষ্টুডিও অ্যালবাম "আমার পৃথিবী"র। এই গানটিতে অতিথি ভোকাল হিসেবে ছিলেন এলিটা ( বর্তমানে "রাগা" ব্যান্ডের ভোকাল এবং The Daily Star এ সাংবাদিকতার সাথে যুক্ত আছেন।)।
এলিটা
সেই সময়ে ব্ল্যাক
বাম থেকে টনি, জন, মিরাজ, জাহান ও তাহসান।
গানটির গীতিকার জুবায়ের হোসেন ইমন, সবার প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাই।
ইমন জুবায়ের
উনি প্রচার বিমুখ মানুষ, প্রচন্ড বিনয়ী। নিজেকে আড়াল করে রাখতে চান, অবশ্য প্রতিভাবান মানুষ মাত্রই এমন হয়...
যারা গানটা আগে কখনই শোনেন নি, একবার শুনে দেখুন, ভালো লাগবে।
এই পোষ্টটা দেয়ার আগে আমি ইমন ভাইয়ের কাছ থেকে অনুমতি নেইনি, এজন্য আমি তাঁর কাছে করজোড়ে ক্ষমাপ্রার্থী...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।