সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
আমার মাথায় সহজে কোনো গঠনমূলক চিন্তা ঢোকে না। আমি সহজে কোনো গঠনমূলক চিন্তা আনতেও চাই না। বরং কোনো কিছু পছন্দ না হইলে বলি খুব গঠনমূলক চিন্তা। কাজের জিনিশ না।
কিন্তু দুইদিন ধইরা একটা গঠনমূলক চিন্তা মাথার মধ্যে ঘুরতেছে। তাড়াইতে পারতেছি না। এর পিছনে কয়েকটা কারণ আছে। সেইগুলা বলার দরকার নাই। শুনলে আপনাদের মেজাজ খারাপ হয়া যাইতে পারে।
আপনারা বরং ভাল কথাগুলা শুনেন।
গঠনমূলক চিন্তা :
বাংলাদেশের সেরা সাইট নির্বাচন
নির্বাচন করবে :
ইন্টারনেট ব্যবহারকারীরা
তাদের কাছে পৌঁছানো হবে :
ব্লগ, ফেসবুক, পত্রিকা এইসবের মাধ্যমে
পদ্ধতি :
ইউজার, পাঠক, ব্লগাররা নিজেরাই বলবেন কোন সাইট তাদের পছন্দ জানাবেন। শুরুতে এই পোস্টেই জানানো যাইতে পারে।
কোন সাইটগুলা গুরুত্ব পাবে :
১. নিউজ, ব্লগ, কমিউনিটি, সোশ্যাল নেটওয়ার্ক যে কোনো সাইট গুরুত্ব পাইতে পারে।
২. হিট বা রেটিং গুরুত্বপূর্ণ।
৩. যে সাইটগুলা আইডিয়ার ক্ষেত্রে ইউনিক সেইগুলা বিশেষ গুরুত্ব পাওয়া উচিত। (মাস্ট) বাইরের কোনো সাইটের কপি হইলে ফাইনাল সিলেকশনে সেইগুলা বাদ পড়বে।
৪. সাইটগুলাকে বাংলাদেশী ডেভেলপারের তৈরি হতে হবে। সাইটের উদ্যোক্তা/ স্বত্ত্বাধিকারীও বাংলাদেশী হবেন। (মাস্ট)
৫. সাইট তৈরির ক্ষেত্রে সর্বসাম্প্রতিক প্রযুক্তি ব্যবহার করলে ফাইনাল সিলেকশনে সেইটা বিশেষ গুরুত্ব পাবে।
৬. ব্যাপক মানুষের চাহিদা পূরণ করলে সাইটির বিশেষ গুরুত্ব পাওয়া উচিত।
নির্বাচন প্রক্রিয়া :
প্রথম পর্ব : খসড়া নির্বাচন
এ পর্বে নানা ব্লগ, সোশাল সাইট থেকে নাম চাওয়া হবে।
সেই নামগুলা একজোট করে একটা লিস্ট তৈরি করে আবার টানানো হবে।
এখান থেকে সেরা ২০টা সাইটের নাম নির্বাচন করা হবে।
দ্বিতীয় পর্ব : সেরা ২০ নির্বাচন
এক্ষেত্রে একটা সপ্তাশ্চর্য টাইপ একটা ভোটাভুটি করা যেতে পারে।
এর মাধ্যমে সেরা ৭ নির্বাচিত হবে।
চূড়ান্ত পর্ব : সেরা সাইট
বিশেষজ্ঞরা ভোটাভুটির মাধ্যমে সেরা হিসাবে নির্বাচিত সাইট থেকে একটা বাছাই করবেন। এই বাছাইয়ে কমিউনিকেশন, আইটি এক্সপার্টদের নিতে হবে। তবে নির্বাচকদের সাইট প্রতিযোগিতায় থাকতে পারবে না।
সেরা সাইটের জন্য পুরস্কার দেয়া যাইতে পারে।
কেমনে চলবে : প্রতিযোগিতা
কেমনে চলবে সেইটা পরের কথা। আইডিয়াটা শেয়ার করলাম। আপনাদের পছন্দ হইলে এইটা নিয়া লোকজনের সঙ্গে শেয়ার করা যাইতে পারে। গঠনমূলক চিন্তা হিসাবে এই আইডিয়া কোনো কর্পোরেট স্পন্সরও পাইতে পারে। পুরস্কারের টাকা সেই টাকা/ক্রেস্ট থেকে দেওয়া যাইতে পারে।
এই আইডিয়ার কপিরাইট আমার।
তবে কেউ এতে কিছু যোগ করলে তাকে আইডিয়ার কপিরাইট দেয়া হবে।
কেউ যদি আমারে মেইল করতে চান মহামূল্যবান আইডিয়া পড়ে।
তাইলে
এই ঠিকানা ব্যবহার করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।