বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org
সামহোয়্যার ইন - বাংলা ব্লগিং এর সূচনা। আমি সঠিক জানিনা বর্তমান ব্লগার সংখ্যা কত। তবে এটুকু জানি অন্য যেকোন বাংলা ব্লগের চেয়ে অনেকগুন বেশী। আমি নিজে পড়ছি বছর খানেক আগে থেকে, আর লিখছি কয়েক মাস ধরে। যদিও অন্যান্যদের তুলনায় আমার অভিজ্ঞতা খুবই কম তার পরও আমার এই অল্পদিনের অভিজ্ঞতায় এই ব্লগের কিছু সমস্যা আমার দৃষ্টিতে এসেছে যা ব্লগ কর্তৃপক্ষেরও যাতে দৃষ্টিগোচর হয় এই উদ্দেশ্যে পোষ্ট আকারে দিলাম।
প্রধানতঃ হঠাৎ করেই সাইটটি খুব স্লো হয়ে গেছে যা গত কয়েক মাস আগেও অনেক ভাল ছিল। শুরুতে পিএইচপি ব্যবহার করা হলেও বর্তমানে কোন ল্যাংগুয়েজ আছে তা আমার জানা নেই। তবে জাভা হলে ভাল হতো কারণ জাভার একটি খুব ভাল দিক হলো যত লোড বেশী হয় তার পারফরমেন্স তত ভাল হয়। এছাড়া স্লো হবার আরও কিছু কারণ থাকতে পারে। যেমন ডাটাবেসের কমপ্লেক্স কোয়েরী গুলো যদি খুব ভাল অপটিমাইজড না হয়।
আমার মনে হয়েছে কিছু কোয়েরী জনীত সমস্যাও রয়েছে।
দ্বিতীয়তঃ মাঝে মাঝে কিছু অপারেশনের সময় একটি অ্যালার্ট ম্যাসেস আসে "Action failed" টাইপের। ম্যাসেজের কথাটি আমার পুরোপুরি মনে নেই। কিন্তু ঐ ম্যাসেজটি প্রকৃতপক্ষে ভুল তথ্য দেয়। কারণ আমি আমার একটি মন্তব্যের জবাব মুছতে যেয়ে ঐ ম্যাসেজটি পেয়েছিলাম।
কিন্তু পরে পেইজটি রেফ্রেশ করে দেখি আসলেই ডিলিট হয়েছিলো।
তৃতীয়তঃ সমগ্র সাইটে বেশ কিছু জাভাস্ক্রিপ্ট এরর আছে। যেমন ফায়ারফক্স যারা ব্যাবহার করেন তারা নতুন ব্লগ লিখতে গেলে কিছু সমস্যার সম্মুক্ষিন হবার কথা। যদিও আমি লিনাক্স ইউজার তাই উইন্ডোজ ব্যবহারকারীদের ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হয়ে বলতে পারছি না। তবে ব্যক্তিগতভাবে আমি সাঃইঃ কর্তৃপক্ষকে অনুরোধ করবো সাইটটি যেন অন্তত লিনাক্স-এ টেস্ট করা হয়।
চতুর্থতঃ মাঝে মাঝে আমার সিলেক্ট করা লে-আউট যাই থাকুকনা কেন ইংরেজী ছাড়া আর কোন কিছু টাইপ করা যায়না। যা কয়েকবার রেফ্রেশ দেবার পর অথবা অন্য কোথা থেকে টেক্সট কপি করে তারপর টাইপ শুরু করলে অনেক সময় ঠিক হয়।
আমার ব্যক্তিগত উপদেশ হলো, সাইটটি যেহেতু বিশ্বব্যাপী বাংলা ভাষা ভাষীরা ব্যবহার করে থাকেন সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব প্রথম ব্যাপারটির দিকে দৃষ্টি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা উচিত এবং খুব ভালভাবে পরীক্ষা না করে নতুন কোন সুবিধা তাড়াহুড়ো করে না দেয়া।
আমি উবুন্টু ব্যবহারকারী। তাই উইন্ডোজ ব্যবহারকারীরা আমার সমস্যাগুলোর সাথে একমত নাও হতে পারেন।
তবে প্রথম সমস্যাটির সবাই হয়তো সম্মুক্ষিন হয়েছেন।
যারা এই অ্যাপ্লিকেশনটির আর্কিটেকচার ডিজাইনে আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলছি দয়া করে আর্কিটেকচারটা একটু রিভিউ করুন। না হলে এখন যেই অবস্থা এর ঠিক দেড়গুন ব্যবহারকারী বাড়লেই এর অবস্থা খুবই খারাপ হবে বলে আমার ধারনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।