জনৈক মুসলিম
জনৈকা আপুমনি সেদিন এক ব্লগে 'নারী' বুঝাতে 'ললনা' শব্দ ব্যাবহার ঠিক নয় বলে আমায় শাসালেন! তাঁর জোরালো দাবি শব্দদ্বয় ভিন্ন অর্থ বহন করে !
দুইদিন ধরে খুঁজে পেতে সারা ইন্টারনেটে চিরুনি অভিযান চালিয়ে যা কিছু তথ্য পেলুম এই বিষয়ে --মনোযোগ দিয়ে পড়বেন...
১# 'সাপ্তাহিক ললনা' নামে নারী জাগরণমূলক একটা পত্রিকা আছে আমাদের দেশে,
২# দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত গান আছে ইন্ডিয়ায়...ঃ
না জাগিলে সব ভারত ললনা / এ ভারত আর জাগে না জাগে না...
৩# জাতীয় কবি নজরুল বলেছেনঃ কাজরী গাহিয়া চল গোপ-ললনা , তরুণ-তমাল-বরণ এস শ্যামল আমার।
৪#বছর দুয়েক আগে বিখ্যাত সংবাদ মাধ্যম ডয়েচেভেলে সহ বেশ কয়েকটি বাংলা সংবাদে একটা নিউজ লিখেছিল এক বাঙালি মেয়েকে নিয়ে,
ডয়েচেভেলের ভাষ্যে সে ললনা,
" লন্ডনের সাম্প্রতিক দাঙ্গায় জড়িয়ে পড়েছে এক বাঙালি ললনার নাম ৷ অভিযোগ, দাঙ্গার সময় একটি দোকান থেকে সাড়ে নয় হাজার পাউন্ডের মুঠোফোন লুট করেছে মহিমা৷ এজন্য তার সাজা হয়েছে ১৬ মাস কারাদণ্ড৷"
(Click This Link)
*কিন্তু একই ঘটনায় হলিউড বাংলা নিউজের ভাষ্যে সে নারী!!!,
"লন্ডনে দাঙ্গায় ডাকাতির অভিযোগে বাংলাদেশী নারীর দণ্ড"
(http://hollywoodbangla.com/news/4392.html)
৫ # আরও একটা সংবাদ কপি পেস্টঃ ট্র্যাকে অভিষিক্ত সৌদি ললনা: স্পোর্টস ডেস্ক, ইতিহাস হয়ে গেলেন সারাহ আত্তার! নিজ দেশের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে তিনি দৌড়ালেন অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে!
৬# আর বাংলা অভিধানে তো ললনা শব্দটা নারীর প্রতিশব্দ বৈ কিছুই নয় !
তো এই রকম আরও ২০টা রেফারেন্স দিতে পারব যেখানে নারী আর ললনা দুটোকে একই অর্থে বুঝানো হয়েছে !
আর যতটুকু মিল খুঁজে পেয়েছিঃ
#নারী ও ললনা দুটো শব্দেই 'ন" আছে এবং উভয়ই দন্ত ন! # শব্দ দুটিই বেঞ্জনবর্ণ দিয়ে শুরু! # দুটি শব্দের সবকয়টি বর্ণই পূর্ণ মাত্রার,অর্ধ বা মাত্রাবিহিন নয়!!!
এমনকি সারা ইন্টারনেটে এই দুই শব্দের পার্থক্য নিয়ে কথা বলা একমাত্র পোস্ট হল এই মুহূর্তে আপনি যেটা পড়ছেন!!!(চ্যালেঞ্জ করছি)
উইকিপিডিয়া খুঁজিয়া দেখিলাম "ললনা" নামে কোন নিবন্ধই নাই!
বাংলা উইকিপিডিয়ার একজন সামান্য লিখক হিসেবে আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী "ললনা" নামে একটি নিবন্ধ সংযুক্ত করিয়া দিব ইনশাআল্লাহ ।
যদি কেহ কিছু জানিয়া থাকেন মন্তব্য করিয়া সাহায্য করিলে বড্ডও উপকৃত হইব!
এর পরও যদি আপনার বা অন্য কোন পুরুষ বা নারী,স্পেশালি ঐ শ্রদ্ধেয় "দুঃসাহসিক আপুর" যদি কিছু জানা বা বলার থাকে আমার মতের বিরুদ্ধে
তাহলে এই পোস্টের মন্তব্যে গঠনমূলক ও তথ্য সহ বিতর্কে আমার পক্ষ থেকে আপনি সাদরে আমন্ত্রিত...
:বি মেহেদী হাসান,হে মুসলিম নিক,সামু ব্লগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।