আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা না পাওয়া ৬টি বছর



আজ আমার মামাতো বোনের জন্মদিন। জন্মদিনটা পুরোনো,কিন্তু এবছর তার জীবনে অনেক নতুন কিছুর আবির্ভাব হয়েছে। বড় আবির্ভাব, এইচ এস সিতে সে জি পি এ ৫ পেয়েছে,যা ছিল তার জীবনের এক স্বপ্ন। সবচেয়ে বড় কথা সে জীবনকে কেমন যেন বদলে ফেলছে,যা আমাকে অনেক কষ্ট দেয়। নিজের চোখের সামনে আমি তাকে দেখেছি অন্যজনকে ভালবাসতে ,কিন্তু সে কখনও আমার কান্না ভেজা হৃদয়টাকে বুঝতেও চেষ্টা করেনি।

প্রিয়জনের ভালবাসা না পাওয়ার কষ্ট আমি বুঝি,তাই আমি তার ভালবাসায় কখনও বাধা হয়ে দাড়াঁই নি বরং হাসিমুখে তাতে হেল্প করেছি অনেক। কিন্তু সে জানত না আমার সে হাসির আড়ালে কত কান্না ছিল। এখনও তার কথা মনে পড়লে আমি কাঁদি। অনেকের মত আমারও মনে হয়, সত্যিকারের ভালবেসে মেয়েদের ভালবাসা পাওয়া যায় না। তবুও আমি যতদিন বেচে থাকব আমার মামাত বোনকে আমি ভালোবেসে যাব যদিও জানি তার ভালবাসা হয়তবা কখনো পাবনা।

আজ তার জন্মদিনের মাধ্যমে আমার ভালবাসার ৭ম বছরে আবির্ভাব,যদিও তার জীবনে তা ৭ সেকেন্ডও না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.