ছোট বেলায় মারা যেতে নিয়েছিলাম,কিভবে যেন বেঁচে যাই, তখন আমার নাম রাখা হয় আল্লাহ রাখা। পুরো নাম আবু আব্দুল্লাহ আল জালাল আল্লাহ রাখা।
আমাদের ম্যাডামের জন্ম নিয়ে বিভ্রান্তির শেষ নেই। অনেকেরই সার্টিফিকেটের জন্ম তারিখ আর বাস্তব জন্ম তারিখ কিন্তু এক না,কি আর করা এটা হয়তো আমাদের রীতি, ইংল্যান্ডের রানীরও কিন্তু কয়েকটা জন্ম তারিখ। আর আমাদের দেশের মানুষদের কথাতো বাদই দিলাম,কিন্তু সাধারণ মানুষ যদি ভুল করে তো তা হলে যায় ভুল আর বিখ্যাত মানুষ যদি ভুল করে তো তা হয় ক্ষেত্র বিশেষে মধুর ভুল।
আমাদের ম্যাডাম জিয়া, যাকে নিয়ে আলোচনার শেষ নেই,ওনাকে আমি শ্রদ্ধা করি, কেন না মহান স্বাধীনতা যুদ্ধ ওনাকে বিপর্যস্ত করে দেয়,কমল বা মেজর জিয়া যখন ৭১ পরবর্তীতে ওনাকে মানে ম্যাডামকে ঘরে তুলতে অস্বীকার করেন তখন এই জাতির জনকই খালেদাকে নিজের মেয়ে পরিচয় দিয়ে,জিয়াকে অনুরোধ করেন ঘরে তুলতে। আর সেই ম্যাডামই করলেন ভুল হয় তো ইচ্ছাকৃত ভুল বা মধুর ভুল,যা ই বলেন। ম্যাডাম আগে যে তারিখে জন্ম দিন পালন করতেন বা তার সার্টিফিকেটে যে জন্ম তারিখ আছে,তা বাদ দিয়ে উনি শুরু করলেন নতুন এক জন্মদিন পালন করা---তা আজ ১৫ই আগস্ট,যা শোক দিবস,যে খালেদাকে নতুন জীবন দিয়ে ছিল তাঁর মৃত্যু বার্ষিকীতেই উনি চালুকরলেন তার জন্মদিন পালন,এটা উনি হয়তো চেতন ভাবে করেননি,অবচেতন ভাবেই করেছেন কেননা, অকৃতজ্ঞ লোকগুলার এই ই স্বভাব, উপকারীর ক্ষতি সাধন। জাতির জনকের ভাবমূর্তি ক্ষূন্ন করা। ম্যাডামকে ঘৃণা জানাই।
ওনার মুখে থুতু দেই।
ম্যাডামের জন্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওনার মাকে যখন জাতির জনকের জন্ম দিনে বৃদ্ধ বয়সে আমাদের ম্যাডাম পাতলা শাড়ি পড়ে,যৌবনের মায়া জালে চামচাদের জড়িয়ে জন্ম দিনের কেক কাটেন।
ওনার মাকে বলা হল,ম্যাডামের জন্মদিন কবে তা কি আপনি বলতে পারেন, উনি বললেন অনেক আগের কথা তা কি আর মনে থাকে,তবে যেদিন জোয়ার্দার বাড়ির ধানের গোলায় আগুন লাগে সেদিন খালেদা জন্মায়........... অসাধারণ উত্তর খালেদা চকলেটের মার,তাই না।
আসুন আমরা খুঁজে বের করার চেষ্টা করি কবে জোয়ার্দার বাড়িতে আগুন লেগেছিল।
জানি কেউ পারবেন না, কারণ এটা একটা অসাধারণ ধাঁধা।
এজন্যই বললাম যেমন মা তেমন বেটি।
ম্যাডামের মায়ের প্রতি আমার শ্রদ্ধা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।