বুকের ভেতর বহুদূরের পথ.........
ফুটবল পাগল আমরা যারা আছি, সবাই এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছি কে কোন দলে খেলছে। কোন তথ্য নয় বরং নিজেদের মধ্যে কিছু 'জ্ঞানী' আলোচনার জন্য এই পোস্টের অবতারণা।
লা লীগা দেখতামনা এতদিন কিন্তু এখন থেকে মনে হয় দেখাই লাগবে। 'কাকা-মেসি-রোনালদো' এদের খেলা মিস করলে চলে? একটু বেশী রাত জাগতে হবে এই আরকি।
এবারের দলবদলে সবচেয়ে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন স্যার আলেক্স।
রোনালদোকে বিক্রি করে কাড়ি কাড়ি টাকা কামিয়েছেন অথচ তার দল এখনো যথেষ্ট শক্তিশালী ও ব্যালেন্সড। ওয়েন হারগ্রিভসের মত প্লেয়ার গত সীজন প্রায় পুরোটাই মিস করেছে, ভাবা যায়? কিন্তু ম্যান ইউর ট্রফি মিস হয়নি। অল্প টাকা খরচ করে ভ্যালেন্সিয়ার মত প্রতিভাবান প্লেয়ার কিনেছেন। আমার মনে হয় এই মৌসুমে রেড ডেভিলদের সাফল্য অনেক খানি নির্ভর করবে বার্বা আর ন্যানির উপর। এই দুইজনকে তাদের সেরাটা দেখাতে হবে এই সিজনে।
চেলসিতে সেরা খেলোয়াড় সব সময়ই ছিলো কিন্তু এবার যোগ হয়েছে অ্যানচেলত্তির মত তুখোড় ট্যাকটিসিয়ান। ইপিএলে এবার ফাইট রেড ডেভল আর ব্লুজদের সাথেই হবে।
লিভারপুলের টাকা নেই, তাই আলোনসোর মত খেলোয়াড় বেঁচে দিতে হলো। টপ ফোরে থাকতেই জান বের হয়ে যাবে।
আর্সেনাল এবার অনেক ভাল করবে বলে আমার ধারণা।
তরুণ তুর্কীদের পেছনে অনেক ইনভেস্ট করেছেন আর্সেন ওয়েঙ্গার, এবার তাদের প্রতিদান দেবার পালা।
ম্যান সিটি বড়জোড় এভারটন আর এস্টন ভিলাকে টপকে ৫ম স্থানে আসতে পারে। ভাল খেলোয়াড় থাকলেও দল হিসেবে গড়ে উঠতে তাদের আরো সময় দরকার।
স্পেনে বার্সেলোনাই রাজত্ব করবে বলে মনে হয়। তবে ইতোকে ছাড়া ঠিক হয়নি।
ইব্রা ইজ নট দ্যাট গুড।
রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকোর পরিণাম আগের গ্যালাকটিকোর মতই হবে। শূন্য হাতে ফিরতে হবে বলেই মনে হয়। বিগ প্লেয়ার মানে বিগ ইগো। কিন্তু ফুটবল হচ্ছে টিম গেম।
ইতালীতে ইন্টারের জয়যাত্রা কেউ ঠেকাতে পারবে বলে মনে হয়না। খুবই ভাল দল হয়েছে এবার। ইব্রার বদলে ইতো, সিজনের সেরা ডীল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।