আমাদের কথা খুঁজে নিন

   

বাতাস আর সময় ভেতরে আমার

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বাতাস আর সময় ভেতরে আমার দুদিন আগে কিংবা দুদিন পরে... বোঝার দরকার নেই, কেউ কিছূই বোছেনা ওমন দাবী তো মেঘও করে - বৃষ্টি তার দান, আসলে ও বৃষ্টি জল আমাদের ধরনীরই তরল। বিচলতা, উৎকণ্ঠা, আকুলতা, অস্থিরতা কিংবা অন্য যাই -এই যেমন বেদনা বা অবচেতন যন্ত্রনা-বল কিছূ না , সে সব কিছূ , সময়ের বাহন ওগুলো সব; তুমি দাঁড়িয়ে ঠায়, কিংবা আমি নির্ঘুম ...দুবুক চীরে কষ্টের তীক্ষè সূতো এফোঁর ওফোঁর...ও কিছূ না ও কেবল সময়ের বর্শা নিক্ষেপ খেলা, মাঝে এসে পড়েছি দুজন ...সময় বয়ে যাবে, চলে যাব তুমি আমি সূতো পঁচে যাবে , বাতাস অদৃশ্য হবে তাই বাতাসে নির্মিলিত নিলম্বিত হরর দৃশ্য কত বাতাস ধরে ধরে ঝুলে থাকি সময়ের কূপে... বাতাস পিছলে যায়, আমি পড়ে থাকি অথবা পড়ে থাকে সময়। বাতাস কিছূ নয়...ভাবনার রেফারেন্স; তুমি কিছু নয় , তুমি ভালবাসার উল্টো পিঠ আমার... এ পিঠ ওপিঠ মিলবে তবে সময় যেদিন বাতাস হবে। বাতাস আর সময় ভেতরে আমার , বাইরে তবে কি? ঐ যে দুদিন আগে কিংবা দুদিন পরে... বোঝার দরকারটাই বা কি... অনিশ্চিত নিশ্চিত দৃশ্যমান অদৃশ্য যে সব। ১১/০৮/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।