আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের ভরসা না রাখতে পারা আশরাফুলের অবস্থা উন্নতির দিকে.....৫০/৫০/১০০ এবার কি ভরসা করব? ...অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম


আশরাফুল মানুষের নয়নের মনি ছিলেন অনেক দিন। মানুষজন তাকে মন উজার করে ভালবেসেছে, আগলে রেখেছে। আশরাফুল আশরাফুল করে গর্বে বুক ফুলিয়েছে। সেই আশরাফুল তার দাম ঠিক ভাবে রাখতে পারেনি। কিছু সান্তনা দিয়েছেন।

অনেকবার ভাল খেলেছেন। কিন্তু মানুষ ভরসা করতে পারে নি। কেননা তার ধারাবাহিকতার এত অভাব। তারপর আশরাফুল মানুষের মন থেকে তার জায়গা হারালেন। (অবশ্যই উৎপল শুভ্র ছাড়া) আশরাফুলকে সবাই অপছন্দ করতে লাগল।

শুরু হল গালি। যে গালি আসলে আশরাফুলের প্রাপ্যই। সেইসব গালির ঝুড়ি কি আশরাফুলকে পরিবর্তন করে দিল? ওয়েস্ট উন্ডিজের সাথে ২ টা ৫০ আর আজকের ১০০। এত ধারাবাহিকতা নিকট অতীতে আশরাফুলের মাঝে দেখা যায় নি। আরও যেটা অনেকদিন দেখা যায় নি, তা হল আশরাফুলের নামে মাঠে কোরাস!!! আজকে তাও দেখা গেল।

আশা করি আশরাফুল আবার মানুষের গালি খাবার জন্য নিজেকে তৈরি করবে না। বরং পুরনো ভালবাসার স্বাদ পাবার জন্য আরও কষ্ট করবে। আর, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম। এই দলটি দেখিয়ে দিচ্ছে তারা আগের চেয়ে অনেক প্রফেশনাল। আজকে তাদের খেলা অবশ্যই উদাহরন যোগ্য।

যেভাবে চেজ করেছে। যেভাবে ইনিংস সাজিয়েছে। ব্র্যাভো! বাংলাদেশ এগিয়ে যাক। সংযুক্তি::: আশরাফুল ৪ মেরে ১০০ তে পৌছুনোর পরে আকাশের দিকে যে চোখে তাকিয়ে থাকালেন, মায়াই লাগল! বেচারার উপর দিয়ে কি ঝড়ই না গেছে। ফর্ম ছিল না অণেক দিন, ক্যাপ্টেনসি হারিয়েছেন! দলে জায়গা নিয়েও প্রচুর প্রশ্ন ছিল।

মানুষ অবিরত গালি দিয়েছে, অবহেলার স্বীকার হয়েছে, ৫০ করার পরেও তার অবস্থানের কোন পরিবর্তন হয় নি। তার খেলায় ডট বলের আধিক্য বেড়ে গিয়েছিল চাপের কারনে, যেকোন ভাবেই বড় স্কোর করতে মরিয়া ছিলেন আশরাফুল, তার আগেকার দায়িত্বজ্ঞানহীন খেলার সাথে যা মিলত না, তার মধ্যে পরিবর্তন অবশ্যই এসেছে, জানিনা সাময়িক কিনা!! তবু আশরাফুল কামব্যাক করেছেন...তার কর্মফল তিনি পেয়েছেন আমাদের অনেক গালি খেয়ে। তার পারফরমেন্স আমাদের গালিগুলোকে আবার ভালবাসায় বদলে দেবে এবং সেজন্যে আমরা তাকিয়ে থাকব এ সিরিজির বাকী ৪ টা ম্যাচে তার পারফরমেন্স এর দিকে। গো এহেড আশরাফুল। গো এহেড বাংলাদেশ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.