আমাদের কথা খুঁজে নিন

   

অবদমন

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

কবি ভুল লিখেছেন শিল্পী ভুল গেয়েছেন তোমার দেয়া বেদনা কখনো মধুর হয়না আ-হৃদয় পোড়াতে থাকে হৃদপিন্ডের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে রক্তের বদলে প্রবাহিত হয় নগ্ন তরল বিষ জ্বলতে জ্বলতে ভষ্ম হয়ে যাই ছাই হয়ে যায় ফুসফুসের প্রতিটা বেলুন ফিনিক্স পাখীর মত উঠে দাঁড়াই পূনর্জাগরিত আমাকে আবারো পোড়াতে থাকো পোড়াতে থাকো- অনন্ত নরক যন্ত্রণায় মগজের প্রতিটি কোষে অনির্বাণ অস্থিরতা... এ জ্বালা কি যে তীব্র.. কি যে অন্তক্ষয়ী.. জ্বলতে জ্বলতে মরুভূমি হয়ে যাই খা খা ধূসর মরুদ্যানহীন চোখে একফোটা জলও আসেনা অন্তর্গত অলিন্দে যুদ্ধ করে ক্ষমা আর নগ্ন প্রতিশোধস্পৃহা নিঃশ্বাসের প্রতি টানে এপাড়ে-ওপাড়ে লু হাওয়ার মত বয়ে যায় গনগনে অগ্নিশিখা আশরীর তীব্র অবদমনে ক্ষয় হতে হতে অনুভব করি কি করে মনুষত্ব বিবর্তিত হয় বিবেকহীন পশুত্বে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।