কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড ক) বহুদিন আগে কোনো এক মহাকালে শুনেছিলামঃ পরাজিতরাই নিয়তি মেনে নেয়; সেই এতকাল আমি জেতার স্বপ্নে শুধুই বিভোর- সুখের প্রতিবেশী হবার অদম্য সাহসে হেঁটে চলেছি মহাপথে। সাথে প্রথাগত পঞ্জিকা আর একপকেট বুনো উত্তাপ নিয়ে; বিরান ঝিলের অতলে আমার কাটাঘুড়ি লটকে যাবে ঠিক জেনেও শীতের এই ক্ষণিক গোধুলিতে অনেক খুঁজেও পাইনি পয়মন্ত সেই সবপেয়েছি'র চাবি, যাকে হৃদয়ের উপরিভাগের মসৃণ ডানপাশে কিছুদিন আমি ঘুমুতে দেখেছিলাম; তারপর আমি এখন নিজেই তো হতভাগ্য-বিশেষ! খ) অস্হির কিছুটা আবেগে ঘুমানো এক তরুনী বিকেলের ছায়া আমাকে ঢেকে দিয়েছিলো একদা; যার চুলের পিঙ্গল আভা আর আদুরে চতুর্ভূজ চিবুকে গচ্ছিত রাখা রুপালী রুমাল হারিয়ে বেসামাল, ঘুমের ভিতর হয়তোবা কেউ অচ্ছুক হাতে করবীর ঝাঁকে প্রতিচ্ছায়াবাদীতার মিছিল নিয়ে হাত বুলাবে সংরক্ষিত সব উপত্যকায়, নিঝুম মাঝনদীটিতে; এ ক্ষণব্যাপি ভয় আর অদৃশ্য গা শিরশিরানীতে তার ঘুম ভেঙে যাবে জানি; তাই প্লাবনের সব কাদামাটি ছেনে, অস্তগামী সুস্বাদু হাওয়ায় দৃষ্টির সীমানায় খুলে নেবো সব বেশবাশ, হাত বুলাবো চারনভূমির মেদুল নুয়ে পড়া বিনম্রতায়, যেন কখনও তার কাছে না আসে শোণিত জিঘাংসার পুরানো ছায়াছবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।