১।
ভালো থেকে ফুলপাখি
মেঘেদের দল ।
প্রিয়া মোর , এই দিনে
দিয়ো মিসড কল ।
২।
বোকাসোকা প্রেমে তুমি
হাবুডুবু খাও ।
চ্যাংড়ামুখো পোলার দিকে
ক্যান চাইয়া থাও ?
আমি আছি সোনা
তুমি এই দিকে তাকাও
ভ্যালেন্টাইনের দিনে তুমি
ক্যান হাজার গোলাপ পাও ???
৩। এই দিনে.। .। .। .।
.। .। .। .। .।
।
আমি শুনি চিত্কার
মশাদের গানে । ।
পাশের ঘরের শিত্কার ,
বাজে শুধু কানে । ।
৪। কালকে নাকি ভ্যালেন্টাইন ?
প্রেম টেম বুঝিনা ,
বয়স আমার
মাত্র নাইন । ।
কালকে নাকি ভ্যালেন্টাইন ?
দুষ্টু-দুষ্টু পোষ্টের ভীড়ে
খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি
আমি আছি চরম ফাইন ।
৫।
মুখোমুখি কিছু সময়ের ভীড়ে
অচেনা কিছু সময় পার ।
দেখেও না দেখা, চিনেও না চেনার
পরিণত গোপন অভিসার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।