আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহরা মরুভূমির পথে বাংলদেশ-১

মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............

বর্তমানে টিপাই মুখে বাধ নিয়ে জনমনে আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে। সংবাদ মাধ্যম গুলো অতটা প্রচার না দিলেও দেশ প্রেমিক মুক্তি কামী মানুষদের আন্দোলন থেমে নেই। এসুযোগে প্রধাণ বিরোধী দলও জনগনের আবেগকে কাছে টানতে পিছনে পড়ে নেই। তারা সমস্যা সমাধানে যতটা না তৎপর তার চেয়ে ভারত বিরোধীতা করার নামে সাম্প্রদায়ীকতাকে উস্কে দেওয়া বা সরকারের কছে সুবিধা আদায়ে বেশী মনযোগী। কারণ তাদেও সাশন আমলেও জনগণ আন্দোলন করেছে যেসব আন্দোলনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে।

২০০৫ সালে বাসদের নেতৃত্বে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই বাধের প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারী হতে ৪ মার্চ ঢাকা থেকে কুড়িগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল । তখন এ উপলক্ষ্যে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছিল। বর্তমানে এর গুরুত্ব অনুভব করায় সবার সঙ্গে শেয়ার করার জন্য ধারাবাহিক ভাবে প্রকাশ করার চেষ্টা করছি। কোন ত্রুটি ঘটলে তার সকল দায়িত্ব আমার। আমার এই পোষ্ট যদি আপনাদের চিন্তায় নাড়া দিতে পারে তাহলে গঠন মূলক আলোচনা করার জন্য সবার প্রতি অনুরোধ রইল।

ভূমিকা নদীমাতৃক বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলা নদীর প্রবাহই যে আমাদের জীবন প্রবাহ একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাইরে থেকে আসা ৫৭ টি নদীর মধ্যে ভারত থেকে আসা ৫৪ টি নদীর উজানেই ভারত একতফাভাবে বাঁধ দিয়ে বাংলাদেশে মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করে চলেছে। প্রধাণ ৩টি নদীর মধ্যে পদ্মার উজানে ফারাক্কা বাধের প্রতিক্রিয়া সাবর জানা। এখন আবার, মেঘনার উৎস নদী সুরমা-কুশিয়ারার উজানে টিপাই বাধ ও ব্রহ্মপুত্র থেকে পানি সরিয়ে নেয়ার আন্তঃনদীসংযোগ পরিকল্পনা বাস্তবায়নের তোরজোড় চলছে। তাসম্পন্ন হলে বাংলঅদেশ মরুভূমিতে পরিণত হওয়া ছাড়া গত্যš-র থাকবে না।

একটা ভূ-প্রকৃতিক পরিবেশের উপর যে জনগোষ্ঠি গড়ে উঠে, তার ধ্বংশ সাধনের মধ্য দিয়ে আমূল পরিবর্তন ঘটানো হলে সেই জনগোষ্ঠির জীবন বিপন্ন হতে বাধ্য। আজ বাংলাদেশের জনগন তেমনি প্রাকৃতিক বিপন্ন দশার শিকার। সাম্রাজ্যবাদের সহযোগী শাসক বুর্জোয়া শ্রেণী শোষণ-নিযাতন-লটপাট নিয়ে ব্যস্ত। ক্ষমতাসীন বা ক্ষমতা বর্হিভূত কোন বুর্জোয়া দলই এই প্রকৃতিক বিপর্যয়ের মুখে চিন্তিত নয়। তারা নির্বিকার।

এ অবস্থায় জনগণের মধ্যে এ সম্পর্কে সচেতনতা ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আমাদের দলের পক্ষ থেকে এই পুস্তিকাটি প্রকাশ করা হচ্ছে। অতীতে আমরা ফারাক্কা বাঁধ ও গঙ্গা চুক্তির উপর বই প্রকাশনা সহ নানা প্রকাশনায় এ ভয়াবহ বিপদ সম্পর্কে মতামত তুলে ধরেছি। আমরা আশা করি এই পুস্তিকাটি নদী রক্ষা, দেশ রক্ষার চলমান আন্দোলনের গতি ও শক্তি বাড়াবে। খালেকুজ্জামান আহবায়ক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটি প্রকাশ কালঃ ৭ ফেব্রয়ারী’০৫ (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.