আমাদের কথা খুঁজে নিন

   

দু'চোখ চেয়ে রয় জোনাকীর আলোর উৎসবে......



কারা কারা এসেছিলো সেই সব পথে স্মরণের আয়নায় ঝাপসা হয়ে থাকে। ফুলের সুগন্ধের মত মউমউ মৌতাত। হৃদয়ের খুব কাছে উষ্ণতার অপেক্ষায় জাগে সে। ফুলেদের সুষমা নিয়ে। হাত ধরে ডেকে নিয়ে যায় যে! ফিস ফিস করে বলে,"কৃষ্ণচূড়ার দিন চলে গেলো ।

ছায়া ফেলে পথে পথে। " ফুলের সৌরভ আর পাতাদের নিকষ সবুজে গলা ছেড়ে গায় বসন্তের কোকিল। সন্ধ্যা হলে পথে অজস্র মানুষের মিছিলে কারা যেনো ডাক দিয়ে যায়। মস্তিষ্কের গোলক ধাঁধায় মজলিস বসে। অন্ধকার হয়ে আসে যখন।

দু'চোখের ক্যামেরায় ছবি তুলে রাখে! যাদের থাকবার কথা তারা চলে যায় দুরে বহুদুরে। শুধু ডেকে যাওয়া মানুষেরা ছায়া হয়ে যায়। ক্লান্ত দু'চোখ চেয়ে রয় জোনাকীর আলোর উৎসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।