আমাদের কথা খুঁজে নিন

   

লোরকার একটি কবিতা

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
গিটার গিটারের কান্না হলো শুরু। ভোরের থালা গেছে ভেঙ্গে । গিটারের কান্না হলো শুরু।

অর্থহীন একে থামানো। অসম্ভব একে থামানো। এর কান্না একঘেয়ে বরফের মাঠের ওপর জলের কান্নার মতন। অসম্ভব একে থামানো। এ দূরের বস্তুর জন্য কাঁদে।

দক্ষিণের উষ্ণ বালি সাদা ক্যামেলিয়ার কাতরতা। লক্ষহীন তীরের কান্না ভোর বাদে সন্ধ্যা এবং প্রথম মৃত পাখি গাছের ডালে। ওহ্, গিটার! হৃদয় বিক্ষত হয় পাঁচটি তরবারির আঘাতে। ইংরেজি অনুবাদ: কোলা ফ্রানজেন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।