তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা সব কটি মামলা যেভাবে একের পর এক সরকারী ছত্রছায়ায় তুলে নেওয়া হলো, তা কক্ষণই দিনবদলের ছাপ রাখে না। তাহলে পূর্ববর্তী সরকারগুলোর সাখে বর্তমান সরকারের ফারাক আর রইলো কোথায় ? আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি আদালতের মাধ্যমেই সবগুলো মামলার নিস্পত্তি হতো , তাহলে জাতির কাছে রাজনৈতিক নেতাদের ইমেজ উজ্বল হয়ে থাকতো। কিন্তু হা হতোস্মি। নেতারাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে দেশের আপামর জনসাধারণ কি করে আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে ? তাহলে কি বুঝতে হবে, আইন শুধু অসহায়কে নিষ্পেষণের জন্যই, নেতাদের জন্য নয়? যে নেতারা আইনের মুখোমুখি দাঁড়াতে ভয় পায়, তারা দেশ ও জনগণের সেবক হবে কিভাবে?
নানক সেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।