দুদিন চেষ্টা করেও বাংলাদেশের সংসদীয় দল টিপাইমুখ বাঁধ অঞ্চল সরেজমিন তদন্ত করে দেখতে পারেনি। তাদেরকে হেলিকাপ্তার থেকেই কাজ শেষ করতে হয়েছে। গতকাল প্রায় ১ ঘন্টা ধরে নামার চেষ্টা হয়, কিন্তু বৃষ্টির জন্য তা সম্ভব হয় নি।
দলের প্রধান আব্দুর রজ্জাক অবশ্য সফরটিকে ব্যর্থ মনে করছেন না এবং আকাশ থেকে এই ব্যপারে নিশ্চিত হয়েছেন যে এখনও কোনও নির্মান কাজ করা হয়নি।
তিনি বলেছেন, "অনেক বিষয় পরিস্কার হয়েছে এবং আরো কিছু বিষয় পরিস্কার করতে হবে"।
দলটি দিল্লীতে ভারত সরকারের সাথে আলোচনা করেছে এবং এই প্রতিশ্রুতি পেয়েছে যে ভারত বাংলাদেশ স্বার্থ ক্ষুন্ন করে ঐ বাঁধের কাজ করবে না।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবরের সারমর্ম এই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।