আমাদের কথা খুঁজে নিন

   

অনন্তের পিটজা হাট কাহিনী নিয়ে সম্ভবত সর্বশেষ পোস্ট (ঘটনার দুদিন পার হয়ে বাসি হয়ে গেছে, আর পোস্ট আশা করি না)

অনন্ত ও বর্ষার সাথে পিটজা হাটে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য আমি অন্তরের অন্ত‌‌‌ঃস্থল থেকে দু‌‌‌ঃখ প্রকাশ করছি ও সমবেদনা জানাচ্ছি ঘটনার মূল হোতা সেই ছেলেটির প্রতি । টু ব্যাড... বহুলপ্রচারিত দুটি সোর্স- আইউইটনেস জনৈকা অনিন্দিতার নোট ও অজ্ঞাত উৎস থেকে ভিডিও ক্লিপ- কোনটিতেই তার পরিচয় জানা যাচ্ছে না । এভাবেই হয়তো সে তার জীবন কাটিয়ে দিবে লোকচক্ষুর আড়ালে । কেবল জীবন সায়াহ্নে এসে হয়ত নাতিদের গল্প শোনাবে সে, "জানো দাদু, এই যে মেগাস্টার জ্বলন্তের পোস্টার লাগিয়ে তোমরা ড্রয়িংরুম ভরে ফেলেছ, তার বাপ অনন্ত জলিলকে একবার সামনাসামনি যা কথা শুনিয়েছিলাম না..." যদি ছেলেটির ব্যথায় আপনিও ব্যথিত হন, তবে দেরি না করে এক্ষুণি এ স্ট্যাটাস আপডেটটি শেয়ার করে ফেলুন এবং করতে থাকুন যতক্ষণ না এ বার্তা ছেলেটির কাছে পৌঁছায় । আসুন তাকেও লাইমলাইটে নিয়ে আসি । মনে রাখুন, আপনার শেয়ারের উপর নির্ভর করছে একটি ছেলের ভবিষ্যৎ...স্ট্যাটাস আপডেট

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.