আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।
অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফ্ফর আহমদের জন্ম
১৮৮৯ সালের ৫ আগষ্ট অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফ্ফর আহমদ সন্দ্বীপের বৃহত্তম গ্রাম মুছাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মনসুর আলী মোক্তার। কমরেড মুজাফ্ফর আহমদ প্রথমে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে কার্গিল হাই স্কুলে ভর্তি হন।
তিনি নোয়াখালী জিলা স্কুল হতে ১৯১৩ সালে প্রবেশিকা পরীক্ষা পাস করেন। আই.এ.পরীক্ষা ফেল করে তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনার সমাপ্তি ঘটে।
১৯১৭ সালে রাশিয়ায় ঐতিহাসিক অক্টোবর বিপ্লব সংঘটিত হয়। এর প্রভাব কমরেড মুজাফ্ফর আহমদের ওপর পড়ে। তিনি ১৯২০ এর দিকে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন।
কমরেড মুজাফ্ফর আহমদ ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলার কমিউনিস্ট আন্দোলনের জনক। কমরেড মুজাফ্ফর আহমদ 'বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির' সহকারী সম্পাদক ছিলেন। কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফ্ফর আহমদের যুগ্ম সম্পাদনায় কলকাতা থেকে 'দৈনিক নবযুগ' বের হয়েছিল। মুজফ্ফর আহমদ সাপ্তাহিক নবযুগ , গণবাণী পত্রিকারও সম্পাদক ছিলেন।
'মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মামলা' (১৯২৯-৩৩) ছিল পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম রাষ্ট্রীয় বিচার। এই মামলার অন্যমত আসামী হিসেবে মুজফ্ফর আহমদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে আপীলে সাজাক্রমে ৩ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিলো। মুজফ্ফর আহমদের লেখা 'ভারতের কমিউনিস্ট গড়ার প্রথম যুগ', 'প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন', 'আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি' সমকালের কথা প্রভৃতি গ্রন্থ বিশেষভাবে সমাদৃত হয়েছে। মুজফ্ফর আহমদের স্মৃতি ধরে রাখার জন্য কলকাতার রিপন স্ট্রীটের নাম পরিবর্তন করে মুজফ্ফর আহমদ সরণী করা হয়েছে।
মহাজাতি সদনে রবীন্দ্রনাথ ও সুভাষ বসুর সাথে মুজফ্ফর আহমদের তৈল চিত্র হয়েছে স্থাপিত। কলকাতায় অবস্থিত সি.পি.আই. (এম) এর দফতর ভবনটির নামকরণ করা হয়েছে মুজফ্ফর আহমদ ভবন। এখানে স্থাপিত হয়েছে তাঁর প্রস্তর মূর্তি। ৫ আগস্ট ১৯৮৯ মুজফ্ফর আহমদের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতীয় আইন সভায় তাঁর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। মুজফ্ফর আহমদ একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন।
তাঁর জামাতা কবি আব্দুল কাদির আমাদের সাহিত্যাঙ্গনে এক অতি পরিচিত ব্যক্তিত্ব। তিনি মাহে নও পত্রিকার সম্পাদক ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।