কত দ্রুত বদলে যাচ্ছে ঢাকা । এক সময় একে রিক্সার শহর বলা হত। হাজার রিক্সা চলত শহরের ব্যস্ত রাস্তায়। এখন তার জায়গা নেছে প্রাইভেট কার । ২০০০ সালে একটা এডিবি পেপারে দেখেছিলাম ঢাকার জ্যামের প্রধান কারণ বিভিন্ন গতির যানবাহন । তাই রিক্সা উচ্ছেদ করতে হবে । এখন সমগতির কার চালু হয়েছে ।। জ্যাম কী কমছে ? গাড়ি বিক্রি কিন্তু বেড়েছে । জীবনের গতি কী বেড়েছে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।