আমাদের কথা খুঁজে নিন

   

পুনশ্চঃ জন্মের সেমিনার

আহসান জামান

কবে সেই প্রবল স্নেহের বুক ফুঁড়ে পৃথিবীর নিরপেক্ষ আনন্দ-বেদনার কান্নার ভূমি থেকে নেমে, রেখেছি পা; সম্মুখে। আবাবিলঠোঁট থেকে অবিরত ঝরে পড়ে পাথরকুঁচি; সারাগায়ে পরছি পাপের জামা। আর ত্বকজুড়ে এইসব শৈবাল বহুত পুরানো করে দেয়, রাত্রির অন্ধকারে। স্মৃতির ঝুড়ি চুপসে ফ্যাকাশে হলুদ স্বপ্নের শোকার্ত পীতপ্রহর; গলে পড়ে মধ্যদুপুরের তপ্ত রোদ্দুর। অহরহ জৈবিকজীবের কাছে পরাভূত নীরবে মৃত্তিকায় মিশে যেতে যেতে, মৃতজানালায় তাকিয়ে দু'চোখ সমতলে দেখি আহত রেখা; চারিদিকে শুনি অই পুনশ্চঃ জন্মের সেমিনার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।