আহসান জামান
পথ-হাঁটা-পথে হেঁটে একা
ফিরেছি কালের চাকায় সন্ধ্যাগোধূলী মেখে
পুনশ্চঃ ফেলেছি নোঙর; স্মৃতি।
আশ্চর্য উদাস আকাশ তুমি, স্বপ্নের উড়োপাখি
হাওয়াদের পরী; লাল, নীল প্রজাপতি। দুপুরের
নিস্তব্ধতার সিঁড়ি থেকে উধাও; কোথাও।
ঝিলের শাপলার নীচে চুপ হয়ে জমে থাকা
ক্ষনিকের সখী; বোধের রথে চলেছো উদাসপুর
ছিন্নতার আঁচলে ওড়ে কালোরাত্রির ছায়া।
আমারও পাঁজরের ফাঁকে
বেঁধেছে ঘর; হারাবার ভয় বাড়ে;
আপনসূতো খুলে বৈরীখলের জানালায়
ভেসে; অভিন্ন মেঘমালায় জেগে ওঠে ভিন্নতার ছবি।
ফিরেছি আমি; ফেরাবো তোমাকে ভেবে
জানালায় পুরানো মাধবীলতার শাখে ফুটছে মাধবীকুসুম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।