"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
এইপোস্টের সাবটাইটেল: জনাব/জনাবা কি খুঁজছেন এখানে?? ভাল কিছু? ভাগুন এই লেখক একজন জ্ঞানী লোক না, ন্যাকামি যার খেলার সাথী কাজেই .... যাবার দরজাটা ওইদিকে....
একটা সিনেমা দেখলাম নাম ২নয়নের আলো। ২ নায়ক এক নায়িকা এটা কোন ব্যাপার না। ত্রিভুজ প্রেমের কাহিনী ই রোমান্টিক সিনেমার মূল প্লট। সিনেমার শুরুতে ই দেখিয়েছিলো শাবনুরের ব্রেইন টিউমার। শেষ পর্যন্ত লোডশেডিং এর জন্য ফিনিশিং দেখা হয় নি। কেউ কি আছেন শেষ পর্যন্ত ঐ সিনেমাটি দেখেছেন?? দেখে থাকলে প্লিজ জানান বাকি ঘটনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।