ওয়ান ইলেভেন - দেশের ইতিহাসে একটি ভিন্ন মাত্রার জন্ম দিয়েছিল বলে কারো কারো মত । তবে ওয়ান ইলেভেনের পর দেশের শীর্ষ রাজনীতিকরা গ্রেফতার হয়েছিল। দুর্নীতি বিষয়ে একটি শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান ও তৎকালীন দুদকের চেয়ারম্যান । স্লোগান ছিল ইতিবাচক পরিবর্তন ঘটানোর । কিন্তু কি পরিবর্তন হয়েছে তা দেশের সবাই প্রত্যক্ষ করছেন।
ওয়ান ইলেভেনের বিষয় নিয়ে বিতর্ক চলছে। কোনো কোনো দলের রাজনীতিবিদরা দাবী করছেন বা তাদের পক্ষ থেকে প্রমাণ দেখানো হচ্ছে বিদেশী কূটনীতিকদের হাত ছিল এর পেছনে । তাছাড়া সুশীল সমাজও এর সাথে জড়িত । এদিকে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে অপর একটি প্রধান দল এবং তাদের সহযোগী একটি দল এর পেছনে জড়িত । এভাবে পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্ক চলছে অব্যাহতভাবে ।
কিন্তু যে প্রশ্নটি ওঠা উচিত তা হচ্ছে - ওয়ান ইলিভেনে দেশের কতোটা লাভ হয়েছে ! তার চেয়েও বড় কথা - এটি অতীত হয়ে গেছে যদি বিদেশী কূটনীতিকরা জড়িত থেকে থাকে তাহলে সেটি বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার ও ছড়ি ঘুরানো । যা ঠিক নয় । তবে এভাবে তো প্রভাবশালী দেশগুলো কোনো না কোনো ভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করছে এবং আমাদের দেশের কোনো বিশেষ দল নয় সব দলই তাদের তাবেদার হয়ে কাজ করছে -এটি দিনের মতো সত্য । ফলে কিভাবে এর অবসান ঘটানো যায় এবং দেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাড় করানো যায় সেটিই কি আজকের একান্ত ভাবনা হওয়া উচিত নয় ; এসব কাদাছোড়াছুড়ি বা বিতর্কের মধ্যে না গিয়ে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।