স্পর্শ করো তুচ্ছতাকে,অন্তরালে বিষাক্ত পারদ
স্পর্শ করো বৃষ্টিপাত,গাঢ় নীল রহস্যের হ্রদ।
গাঢ় হোক অন্ধকার ইতস্তত ছড়ানো সংলাপ
প্রসন্ন প্রসন্ন দিন,ধরে রাখো উষ্ণতা ও তাপ।
স্বপ্নে ও সুন্দরে উপ্ত হয় চুড়িদার দিন
স্পর্শ করো পদ্মবীজ,যুগপৎ প্রেম আর ঋণ।
জাদুবাস্তবতার মতোন উড়ে যায় রিরংসা-সারস
কারা যায় চুপিচুপি লোকালয়ে খুব মায়াপরবশ-
স্বপ্ন-বালিকারা,নাকি কোনো মায়াময় মুখের মিছিল!
বিগত বিস্ময় নাচে,নেচে ওঠে অরুন্তুদ অপার নিখিল।
সমস্ত বোধের মাঝে ঝিঁঝোটি,খাম্বাজ,বাগেশ্রী সবই
তবু কেন কানে বাজে বুঁদ হওয়া আহির ভৈরবী?
তবে কেন স্পর্শ নয়,কেন নয় খিদে ও যৌনতা
ওঙ্কারের মতো করে ভেঙে যাক দীর্ঘতর চাপানো মৌনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।