আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... চারিপাশ...দেখতে পাচ্ছো? নাহ...আমি দেখতে পাচ্ছি না! আমার চোখ বন্ধ! আমি অনুভব করছি,আমি দীর্ঘশ্বাস নিচ্ছি আমি আমার কল্পরাজ্যে নতুন স্বপ্ন আঁকছি... নতুন সাজ,নতুন আমেজ,নতুন ভাব আমায় ছুঁইয়ে দিয়ে যায় নতুন স্পর্শে আমি আবারো চোখ বুজি,পরম আবেগে আমি আবারো নিঃশ্বাস নেই আপন বলয়ে... চারিপাশ...এবার চোখ খুলো, নাহ...আমি দেখতে চাই না আমি শুধু অনুভব করতে চাই আমি আমার কল্পরাজ্যেই থাকতে চাই, আমি আমার আমিতেই থাকতে চাই... চারিপাশ...তপ্ত রোদের তাপ তাই না? নাহ...আমি তো তা বুঝি না! আমি তো দেখি,সূর্য আলোর নতুন রঙ ছড়াচ্ছে হাওয়া নতুন গান শোনাচ্ছে, আর...? আর কোকিল?...কোকিলের কি আপন সুরে ডেকেই চলছে... আমার আঙ্গিনায় আজ নতুন আবেশ নতুন স্বপ্নের সুখ, আমি চোখ বন্ধ রাখি,আমি অনুভবে ডুবে থাকি আমি প্রকৃতির এই ভালোবাসায় সিক্ত থাকি, নতুন আবেশে জড়িয়ে রাখি হৃদয়খানি সযত্নে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।