আমাদের কথা খুঁজে নিন

   

একটা করুন দৃশ্যপট

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

একটা ডিজিটাল সিনাপ আর কয়েকটা প্রেস রিপোর্ট তারপর ঘটে যাওয়া চিত্রপট এইরকম... ফটো ফ্রেমে আটকে থাকে ফতোয়াবাজদের ডোররায় ক্ষত বিক্ষত নারীর ছবি দিনে দিনে বেড়ে চলে ’লালশালু’ মজিদদের দৌরত্ব লাগামহীন হয়ে পড়ে চির চেনা কবর চাষীরা আবাদ করতে থাকে নিত্য নতুন কবর ফতোয়ার নামে চলে পাশাবিক নির্যাতন করিম, রহিমার ডি এন এ রিপোর্ট ছাপা হয়না কোন দিন মেলেনা পিতৃ পরিচয় ছয় বছরের শিশু রমজানের এই সব ঘটে চলেছে এখানকার ডিজিটাল ক্যানভাসে আর আমরা অভিনয় জগতের শ্রেষ্ঠ পুরষ্কার নিতে মেলাতে থাকি নাটকের অংক কোন দৃশ্যের পর কোন দৃশ্য... অতপর আকৎষ্যিক যবনিকা পাত তারপর ক্রমশঃ...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.