এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......
একটা গ্রেনেড চাই
আমাকে একটা গ্রেনেড দিবেন
এককে বারে তরতাজা গ্রেনেড।
আমি কোন জঙ্গি বা উগ্রবাদী নই,
সন্ত্রাস দমনের নামে মাথা-চাড় দিয়ে উঠা
কোন দেশ বা দলকে দমন করা
কিংবা শান্তি বিপ্লবের নামে
প্রতিপ ঘায়েল করা
আমার মোটেও পছন্দের নয়।
ওসব দেখতে দেখতে ঘেন্না ধরে গেছে
এখন আমার ওসব কথায় পিত্তি জ্বলে।
আমি শুধু একটা গ্রেনেড চাই
বারুদ ভরা তরতাজা গ্রেনেড।
মানুষ মাটির ব্যাংকে টাকা জমিয়ে রাখে
স্বপ্ন পূরুণের জন্য।
আমি আমার পেটের ব্যাংকে
ক্ষুধা আর ক্ষুধার যন্ত্রনাগুলি
তিল তিল করে জমিয়ে রেখেছি।
গ্রেনেড পেলে, গলা চেপে ধরে
ক্ষুধার পেটের ভেতর ছেড়ে দেবো, চাবী খুলে।
যাতে এক গ্রেনেডের আঘাতেই
ত বিত হয়ে যায় ক্ষুধার শরীর।
আমরা যারা না খেতে পেয়ে কষ্ট পাই
তাদের যেন চির মুক্তি হয় ক্ষুধার হাত থেকে।
হায় খোদা, কাপুরুষ বানিও না,
ক্ষুধাকে ধ্বংস না করা অবদী
তুমি আমাকে মৃত্যু দিও না।
কমছে কম এটুকু সময় দিও
যারা কৃত্তিম ক্ষুধার চাষ করে লোভের ভেতর
তাদের যেন ধ্বংস করতে পারি স্বমূলে ।
২২/০৭/০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।