আমাদের কথা খুঁজে নিন

   

কম্বোডিয়ার নিরাপত্তা বাহিনী স্বল্প আয়ের ৬০টি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে



১৭ জুলাই ২০০৯ কম্বোডিয়ার নিরাপত্তা বাহিনী মধ্য নমপেন থেকে গত বৃহস্পতি ও শুক্রবার ৬০টি দরিদ্র পরিবারকে তাদের বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। গত তিন বছর ধরে কম্বোডিয়ার সরকার এই পরিবারগুলোকে ওই এলাকা ছেড়ে দিতে নাজেহাল ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। অবশেষে তারা নিজেদের ঘরবাড়ি খুলে নিয়ে অন্যত্র সরে গেলো। সরকারের অপর্যাপ্ত ক্ষতিপূরণ মেনে নিয়েই এলাকা ছেড়ে চলে যাওয়া ব্যতীত তাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিলো না। কারণ তানাহলে সরকারি বাহিনী তাদের ঘরবাড়ি ধূলিস্যা করে দিতো। এ প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কম্বোডিয়া বিষয়ক গবেষক ব্রিটশ এডমান বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোরপূর্বক উচ্ছেদ ও ত্রুটিযুক্ত এই উচ্ছেদ প্রক্রিয়ার তীব্র নিন্দা জানাচ্ছে।’ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।