ছায়াকার
1
আজ বৃষ্টিতে ,সৃষ্টির অনাসৃষ্টিতে দাড়ি।
শীতল বাতাবরনে মুগ্ধ হৃদয়ে হাফ ছেড়ে গড়াগড়ি
সরাসরি বৃষ্টির ছাটে গা ভিজিয়ে পাড়ি
আজ খুশীর রঙ লেগেছে ভারী।
বাহারী ভাবনা গুলো সরাসরি
মুলস্রোতে মিসে , হাসছে খেলছে,লুকোচুরি,
আজ সৃষ্টির উৎসে সুড়সুড়ি।
ভাষা হীন ভাবে উড়ি ।
2
আমি পাতায় পাতায় খুঁজে বেড়াই
ডালে ডালে বেয়ে
মনে মনে শুধু হারাই
তোমায় কাছে পেয়ে
সীমা ছেড়ে অসীম পাড়ের
ছোট্ট একটি মেয়ে
আমি খুঁজি তারে, তারেই খুঁজি
সবার পানে চেয়ে
আমি হিয়া থেকে হিয়া'য় গিয়ে
সুর ভাজি গান গেয়ে
আমি ঝরা পাতায় চোখের জলে
রয়েছি পথ চেয়ে।
3
কাছে এসো, আরও কাছে এসে
চেয়ে দেখ আঁখি পানে
নয়নের মনি হয়ে, বস এসে প্রতিক্ষণে।
আরও, আরও কাছে, এই হৃদয়ের মাঝে;
তব সঙ্গীত মম শব্দেতে আজ সাজে
মনের ভাঁজে, সদাই লাজে, সকাল সাঁঝে, কে বিরাজে ?
শুধু তুমি, শুধু তুমি যে !
4
চরিত্র, কোন ব্যক্তি নয়, ব্যক্তিত্ব।
পাগল হয়ে বোঝনা উদ্দেশ্য?
অভিশপ্ত চিন্তাপ্রবাহগুলো
নগ্ন করেছে স্বভাব আর মণকে।
উলঙ্গ সেজে চলেছে ভাবধারা,
আত্মহারা, দিশাহারা যাই বলো
ইঙ্গিতে করেছি স্বীকার, আঁখি ছলো ছলো।
5
নেশা লেগেছে, টলমলো টলটলো
আজকে যত আকাশ কুসুম শব্দের জাল ঢালো।
পেয়ালার পর পেয়ালা সাজিয়ে আলেয়ার পথ চেয়ে
ঝুম লাগিয়ে ঝুমঝুমিয়ে বর্ষার গান গেয়ে।
আরেকটু পান আরেকটা পান, পণ রাখতে শেষে
আমি ঝুমঝুমিয়ে টলমলিয়ে তোমায় ভালবেসে।
নেশায় গিয়ে শেষে, মিষ্টি করে হেসে
আমি যাচ্ছি কোথায় ভেসে, দূর বিদেশে, শুধুই ফেসে, কোন সে
রেশে, নেশায় ঠেসে, নেশার রেশে, নেশার দেশে, সব শে....ষে....
.... ভা............ল.............বে..............সে...............
6
দেশী গনধে বিদেশী আমি
এর বেশী কি বোলি ?
ভালোবাসার নেশায় নেশায়
কিছু কথার কলি।
অজানাকে জানার ছলে
অজানা পথ চলি,
নিজের মনে বনে বনে
খুজি মনের গলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।