আমাদের কথা খুঁজে নিন

   

ছয়টা প্রদীপ--১

ছায়াকার

১ তোমাকে ভাল লাগে তাই, আসি যাই আসি যাই, ভাবনার শেষ নাই , কোথা গেলে কি যে পাই , সবেতে যে হারাই, তোমাকে যে চাই, ভাল লাগে তাই। ২ যাব ভেবে আকাশ পানে চেয়ে, কালো মেঘের ঘনঘটা ছেয়ে , কেকা স্বরে মন ভেঙ্গেছে ওই , ভাবছ তুমি এল না তো সই। আমি তবু কথা রাখার ছলে, তোমার কাছে দেখ এলাম চলে, অবাক তুমি সবাক হলে হেসে, আমি চেয়ে শুধুই ভালোবেসে। ৩ চলো যাই মণ নিয়ে দুরে, চেনা ওই পবনের সুরে; ছুয়ে যাব পাহাড়ের বুক, সাথে রবে হৃদয়ের সুখ। ঝরা পাতা রবে মোর প্রাণে, পাখীদের কলোরবে গানে; তুমি থেকো হাত দুটি ধরে, মণ নিয়ে চলো যাই দুরে।

৪ অবশেষে অবসান হলো, প্রখরতা দীপ্তি হারালো। বাদলের আচল খানি টেনে, স্নিগ্ধতা হৃদয় জুরালো। এখন শুধু তুমি আর আমি,থাকবে সাথে আমার অন্তরযামি। শব্দে বরণে ছনদ সুর ঢেলে, হৃদয় পদমে জ্ঞানের প্রদীপ জেবলে। ভেবে দেখি অসীমের ঐ দবার, শুধুই সেথা কৃপা যে অপার।

নতজানু শরণ সেথা লয়ে, আমি তুমি যাব যে হারিয়ে। ৫ যদি না হয় কথা , রয়ে যায় নিরবতা নিস্থুর পরিহাসে , সংশয় অবকাশে দুজনেতে মুখোমুখি, চোখে চোখে চোখ দুটি কি যেন বলিতে চায়, মন যে অন্তরায় শশান শূণ্যতা, যখন হয় না কথা ৬ তোমাকে বলিনি , আজ হারিয়ে যাব জোছনা রাতে কাল প্রভাতে খুজবে তুমি ,আমি থাকব অজুহাতে রাগটি করে থাকবে তুমি, হাতটি নেব আমার হাতে; অনুনয়ে বলব আমি, চলো জাই দুজনাতে মুছকি হেসে বলবে তুমি , জাবে জোছনা রাতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.