আমাদের কথা খুঁজে নিন

   

ছয়টা প্রদীপ--২

ছায়াকার

কখন ভাবিনি এক সুরে গাব গান, চেনা স্বরলিপি ভৈরবী ওই তাণ। আলাপে আলাপে জলসা মুখর হবে। দুটি আঙ্খি শুধু আঙ্খি পানে চেয়ে রবে। 2 চোখের তারায় পাই যদি ঠাঁই,হ্রিদয়েতে প্রতিবিম্ব। আমি রয়ে সয়ে সে ক্ষণের তরে, বসে বসে দিন গুনবো। তোমার স্বরেতে আমার বরনে,কবিতা আমি শুনবো , স্বরলিপি যদি সুর ঢেলে গাও , হয়ে যাব আমি ধন্য। 3 হারাই সুধু হারাই আমি হারায়ে খুজি তাই, হারায়ে আমি মুক্ত মানিক সকল খুজে পাই। হারায়ে আমি হারায়ে গিয়ে হার পরি যে গলে, হারায়ে আমি জয় করেছি আমায় অনেক ছলে। হারাই আমি সুখেদুখে হারাই তোমার তরে,হারায়ে তোমায় খুজে পাব ভবের সংসারে। 4 ami esechilam , tumi ghumie chile shantir neere prosanto oboyobe lalityer chaya porechilo ami jagaini tomai , fire elam dhire milbo ochire , snigdho sameere bonolota ghire, asbo ami fire. 5 adhare to ami harae jai ni chole, dik dekhale pole pole proti pole; pai ni poros tomar tokhon bujhi, ekhon sudhu harai tomai khuji. 6 tumi acho bole omabossyai jochona; tumi acho bole sopno moner suchona; tumi acho bole bosonte e bahar; tumi acho bole esechi je barebar.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.