জীবন কেটে কেটে চলে যায় কেবলি শেষের দিকে।
কোনভাবেই নিজেকে দাঁড় করাতে পারছি না। কি এমন দরকার ছিলো পৃথিবী নামক কষ্ট, অভিমান আর ভালোবাসার এই ডামাডোলের ঘোর ব্যাধিঘোরে আসার! প্রতিদিন পাতা ঝরার মত কত ভ্রণইতো নষ্ট হয় হোটেলে, শহরে অথবা গ্রামে। আমিও না হয় তাদের মত অজানা কোন একটি জায়গা চুপচাপ ঘাপটি মেরে পড়ে থাকতাম। হুদাই মানুষ হয়ে জন্মে দেখি অমানুষেরা দাঁবড়িয়ে যাচ্ছে বুকের উপর দিয়ে।
আর আমি ,অথবা আমার মত কেউ কেউ নিরঞ্জন হয়ে বসে আছে।
জীবন কেটে কেটে চলে যায় আমাকে ছেড়ে। একটা দুটা করে চুল পাকে, পাকে দাড়ি, পাকে হয়তো আরো এখানে সেখানে বেড়ে উঠা চুলের দঙ্গল। তুব কি এক লালচ এসে ভর করে, সব কিছু অস্বিকার করে অন্য কোথাও চলে যেত ইচ্ছে করে।
বন্ধু, আমি আজো ভীষণ কষ্ট পাই, ভীষণ কষ্ট।
তোমাকে হারানোর কষ্ট, মধ্যবিত্তের বিপ্লব থেকে ফিরে করপোরেট হবার কষ্ট, আরো কত কষ্ট; সে সবের কোন খোজই তুমি রাখো না। বা তোমাদের ওসব কষ্টের খোজ না রাখলেও দিব্যি চলে যায়। নদীর জন্য কষ্ট, পুকুরের জন্য কষ্ট আর মফস্বলের পুরোনো ভাঙ্গা বাড়ির দক্ষিণার জানালার জন্য কষ্ট।
কী দরকার ছিলো মানুষ হয়ে আসার অথবা কোন কিছু হয়ে জন্ম নেবার!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।