জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
সকালে ঘুম থেকে ঊঠে দেখি
ট্যাপে পানি নাই।
রাস্তায় নেমে দেখি
একটা রিক্সাও যায় না
ফকিরা পুল।
সারা দিন ,দিন রাত
ফকিরেরা টাকা চায়।
বসে থাকি পাস দিয়ে
যায় ললনারা,ফিরেও
নাহি চায় একবার।
খেলতে পারি না কিছু
বার বার হই হারু পার্টি।
টুথ পেস্ট চাপ দেই
বের হয় না কিছু।
শুধুই টিউবটা যায়
মচকে।
টিভি দেখতে গেলে
হাতে পাই না রিমোট
সবাই কয় পুলাপান মানুষ
দেখবি কিরে বইসা ফানুষ।
স্বপ্ন দেখলে ভাল লাগে না
শুধু দেখি বার হাত কেঊটা
আমার পিছু তাড়া করে।
একা একা বইসা ভাবারও
চান্স পাই না,
একলা একলা বইসা
থাইকা আর ভাল লাগে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।