ক খ গ ঘ...
আমার বদোভ্যাস ( সারা জীবনই আছে, থাকবে) ঘুম থেকে দেরি করে ওঠা। যে সময়ে উঠলে ১ম ক্লাস এ পৌছে - রুমে ঢোকা স্যার এলাও করে সে সময় পর্যন্ত। সব দিন তো আর নিয়ম মানা যায় না। অবসম্ভাবী ভাবে ক্লাস মিস হতই।
এ জন্য করেছিলাম ৫ টা রিমাইন্ডারে ব্যবস্থা।
১ম টা দিতাম ৬টার সময় যাতে সকালের আরামের ঘুমের লাগাম টানা যায়। নিশ্চিতভাবেই সেটা আমার কর্ণকুহরে প্রবেশ করলেও মস্তিস্কের কমান্ড লাইনে প্রবেশ করত না। ২য় টা থেকে ৪র্থ টা থাকত ৫-১০মিনিটের মধ্যে আর
শেষ এবং আসল টা থাকত আম্মু-র ডাক। কিভাবে যেন আম্মুর কখনও এলার্ম লাগে না ঘুম থেকে উঠতে! আর ঐ সময়-ই স্বপ্ন দেখতাম আমি দৌড়াচ্ছি আর আমার পিছে তাড়া করছে-- কোনদিন সবচে রাগি স্যার, কোনদিন বাসে-র কন্টাকটার, ৩৩কেভি বৈদ্যুতিক লাইন, কোনদিন আবার পরীক্ষায় একদম কিছু পারি না মার্কা প্রশ্ন- এইরকম হরেক রকম, যেটা আমাদের সবাই কম বেশি দেখে থাকি/!!!!
-------------------------------
ইদানিং বেকার হয়ে ঐ লাইফ টা মিস করছি। এখন কাম- কাজ নাই, ইচ্ছামত ঘুমাতে পারি, আম্মু-ও ডাকে না।
কিন্তু নিজের-ই আতংকে ঘুম ভেংগে যায়। এখন স্বপ্ন দেখি ইন্টারভিউ বোর্ড বিশাল মুখ করে ভিলেনের মত হাসি দিয়ে বলে বের হয় যাও , যাও বলছি(, অথবা দেখি আমারে লাংগলের সাথে বেধে বলছে ৫বছরের বন্ডচুক্তি- একটু মুখ তুলেছ তো মরেছ!!:;| । আর আমি লাংগলের বাড়ি খেয়ে দেখি কাক কা- কা করে ডাকছে।
আম্মুরা তখনও কেউ উঠে নাই(।
হায়রে তখন ঘুমাতে চাইতাম পারতাম না, এখন ঘুমানোর সময় অনেক - ঘুমাতে পারি না।
জীবনটা মনে হয় এরকম-ই...
আহা কি নির্মম সত্য::::যাহা চাই তাহা পাই না- যাহা পাই তাহা চাই না
----------------------------------
( এইটা বেকার লাইফের ১ম পর্ব তে থাকতে লেখছিলাম, এখন ২য় পর্ব চলছে, কিন্তুক কোন আশা ভরসা পাইতেছি না!!!)
দোয়া কইরেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।