~ ভাষা হোক উন্মুক্ত ~
বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে
তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা
তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা
বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে
=============================================
মাঝে মাঝে কিছু গান মাথার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়েও ক্ষান্ত হয়না, বার বার বাজতে থাকে। এর কোন কোনটা মন ভাল করে দেয়, কোনটা টেনে নিয়ে যায় অনেক দূরে কোথাও, হারিয়ে ফেলা কোন একটা সময়ে। হয়তো সেই গানটা সেই সময়ে ছিলইনা, কিন্তু কিভাবে যেন গানের সাথে সেই সময়ের একটা যোগসুত্র গড়ে ওঠে। কখনও গানটা শোনার পর এমন হয়, কখনও বা এমনিতেই মনে পরে গানটা।
আজ সকাল থেকে তৌসিফের গাওয়া এই গানটা আমার মাথার মধ্যে ক্রমাগত বেজে যাচ্ছে কিছুতেই থামাতে পারছিনা। সকালে কাজ আছে, ঘুমুতে যাব, তাও যেতে পারছিনা তার সাথে যোগ হয়েছে মৌশুমী বৃষ্টি। সকালে ঝকঝকে রোদ ছিল সারা আকাশ জুড়ে, বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। খুব বেশী না, ঝিরঝিরে বৃষ্টি। বিকেলে চেয়ার পেতে একচিলতে বারান্দাটার বসে ছিলেম অনেক্ষন।
পরে এক সময় উঠে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির মধ্যে। জানি উইন্টারের এই প্রচন্ড শীতের বিকেলটা বৃষ্টিতে ভেজার জন্য একেবারেই অন্যপযুক্ত। কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রনের বোঝা চাপিয়ে দেইনি আমি কোনদিন। সবসময় নিজের ইচ্ছেতেই চলেছি। লাভ ক্ষতি যাই হয়েছে হাসিমুখে মেনে নিয়েছি।
সেই ধারাতেই আজকেও ভিজেছি বৃষ্টিতে। মন ভাল হয়নি তো কি হয়েছে, নিজের ইচ্ছেটা পূরণ করেছি তো।
ব্লগে দেয়া এই ছবিটা বৃষ্টির এনিমেশন, ক্লিক করলেই দেখতে পাবেন ... ছবিটা তাদের জন্য - যারা আমার মত বৃষ্টি ভালবাসেন।
বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে
তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা
তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা
বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে
=============================================
মাঝে মাঝে কিছু গান মাথার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়েও ক্ষান্ত হয়না, বার বার বাজতে থাকে।
এর কোন কোনটা মন ভাল করে দেয়, কোনটা টেনে নিয়ে যায় অনেক দূরে কোথাও, হারিয়ে ফেলা কোন একটা সময়ে। হয়তো সেই গানটা সেই সময়ে ছিলইনা, কিন্তু কিভাবে যেন গানের সাথে সেই সময়ের একটা যোগসুত্র গড়ে ওঠে। কখনও গানটা শোনার পর এমন হয়, কখনও বা এমনিতেই মনে পরে গানটা।
আজ সকাল থেকে তৌসিফের গাওয়া এই গানটা আমার মাথার মধ্যে ক্রমাগত বেজে যাচ্ছে কিছুতেই থামাতে পারছিনা। সকালে কাজ আছে, ঘুমুতে যাব, তাও যেতে পারছিনা তার সাথে যোগ হয়েছে মৌশুমী বৃষ্টি।
সকালে ঝকঝকে রোদ ছিল সারা আকাশ জুড়ে, বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। খুব বেশী না, ঝিরঝিরে বৃষ্টি। বিকেলে চেয়ার পেতে একচিলতে বারান্দাটার বসে ছিলেম অনেক্ষন। পরে এক সময় উঠে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির মধ্যে। জানি উইন্টারের এই প্রচন্ড শীতের বিকেলটা বৃষ্টিতে ভেজার জন্য একেবারেই অন্যপযুক্ত।
কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রনের বোঝা চাপিয়ে দেইনি আমি কোনদিন। সবসময় নিজের ইচ্ছেতেই চলেছি। লাভ ক্ষতি যাই হয়েছে হাসিমুখে মেনে নিয়েছি। সেই ধারাতেই আজকেও ভিজেছি বৃষ্টিতে। মন ভাল হয়নি তো কি হয়েছে, নিজের ইচ্ছেটা পূরণ করেছি তো।
ব্লগে দেয়া এই ছবিটা বৃষ্টির এনিমেশন, ক্লিক করলেই দেখতে পাবেন ... ছবিটা তাদের জন্য - যারা আমার মত বৃষ্টি ভালবাসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।