আজ টিভি নিউজে দেখলাম ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আর বোর্ডের মধ্যে বিরাজমান ক্যাচাল শেষ হয়ে গেছে। ১৩ জন ( লাকি না আনলাকি ) তারকা ক্রিকেটার মাঠে নামার জন্য রেডি। অর্থাৎ মূল দলের সাথেই ওডিআই খেলতে হবে বাংলাদেশকে।ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দলের কাহিনী শুনতে শুনতে আমরা ভুলে গেছি আমাদেরটাও সেমি-দ্বিতীয় দল। কারণ আইসিএল'এর ক্যাচালে আমাদেরও কিছু তারা মূল দল থেকে খসে পড়েছে। মাশরাফির ইনজুরিও সাথে জুটেছে।
তারপরও মি. কুল ক্যাপ্টেন সাকিব আর তার সাগরেদদের বলি, ভয়ের কিছু নাই। মূল দলেরে শোয়াইয়া ফালানের ক্ষমতাও তোমাদের আছে।
ক্যারি অন বয়েজ, ক্যারি অন.................................................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।