আমাদের কথা খুঁজে নিন

   

তুমি তাদের নাম দিলেনা ......... মনের ভুলে কেউ দিলনা !

:)

উপকূলীয় দূর্যোগ প্রবন এলাকায় একেক পরিবারে পাঁচ ছয় সাত টা করে ছেলে মেয়ে। চরম দারিদ্রতার নিম্ন সীমায় বাস করে , খাওয়া পরার নিশ্চয়তা নেই , কিন্তু তবু সন্তানের আধিক্য। পরিকল্পিত পরিবারের ব্যাপারটা তাদের কাছে খুব হাস্যকর, কারণ তাদের জীবনেরি যেখানে কোন পরিকল্পনা নেই , এমনকি শুধু কল্পনাটাও নেই ! শেষ পর্যন্ত কতটি শিশু বেঁচে বড় হবে , কে জানে সৃষ্টিকর্তা ছাড়া!! এতোগুলো বাচ্চা কে কোথায় কিভাবে আছে !! তার মধ্যে কেউ যদি প্রতিবন্ধী হয় , তাহলেতো তুচ্ছ আবর্জনা সে ! এক যায়গায় বসে থাকা এমন একজনকে দেখেছি বাসন কোসন মাজছে... হয়তো সারাদিন এ জায়গায় বসে সে এই কাজটাই করে! যাকে নিয়ে কোন আশা নেই, তার পেছনে কোন ইনভেস্টমেন্ট ও নেই। খুব দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রীটি ফাইভে বৃত্তি পেল। এইটে পেল।

তা দিয়ে স্কুল পর্যায়ে যাবতীয় খরচ সে চালালো। অবশেষে প্রত্যন্ত গ্রামের স্কুল থেকে এস এস সি তে এ প্লাস ও পেল। এর জন্য একটা বৃত্তিও আছে। বার হাযার টাকার মত। তা দিয়ে শহরের কলেজে ভর্তী হয়ে প্রথম বর্ষ চললো কোন রকম।

কিন্তু আর কোন বৃত্তি নেই। অবৈতনিক শিক্ষা ও না। দ্বিতীয় বর্ষ টা তার কেমন কাটে ? ছাত্রী হলে আরো সমস্যা, লজিং থেকে বা পড়িয়ে কিছুটা আয়ের সুযোগ তেমন নেই। দেখা যায় পিতার সারা মাসের আয় তার মৌলিক খরচ গুলোর চেয়েও অনেক কম। তাছাড়া আরো তো ভাই বোন আছে ! বিজ্ঞানের ছাত্রী হলে , স্বপ্ন টা ওখানেই কবর দিয়ে দিতে হয় ! বড় কষ্ট স্বপ্ন ভেঙ্গে যাওয়ার......... রিকশা ওয়ালা কিংবা দিনমজুর পিতার অনেক সন্তান এ এস এস সি টা পার হয়।

কিন্তু থমকে যায় কলেজ ভর্তীর বেলায়। একসাথে বেশ কিছু টাকার ঝামেলা ...... নুন আনতে পান্তা ফুড়ায় যাদের, অনেক গুলো ক্যাশ টাকার সংস্থান বড় অসহায়ত্বের মধ্যে তাদের ফেলে দ্যায় ! মেয়ের বাবা দের কষ্ট কিঞ্চিত বেশী বটে! খুব বেশী চাওয়া পাওয়া যাদের নেই , কিভাবে চাইতে হয় বা পেতে হয় ,ও নিয়েও যাদের ভাবনা নেই ... তারা অনেক সুখী। এ জন্যই বাংলাদেশের মানুষ পৃথিবীতে সবচে সুখী , এমনটা জরীপে দেখা গিয়েছিল ক বছর আগে। এখনো হয়তো প্রথম দশটা সুখী দেশের ভেতরেই আছে। সারাদিনেও একবেলা খেয়ে এখানে মানুষ বলতে পারে " আল্লাহ ভালোই রাখসে, আলহামদুলিল্লাহ"! বেঁচে তো আছে !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.