আমাদের কথা খুঁজে নিন

   

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

লা লিগায় তৃতীয় ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে ভেলেন্সিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা।

ভেলেন্সিয়ার মাঠে শিরোপাধারী বার্সোলোনার এ জয় ৩-২ ব্যবধানে।

প্রথমার্ধের ১০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন মেসি। সেস ফ্যাব্রেগাসের নিঁখুত পাস পেয়ে এক ঝটকায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল জড়াতে কোনো ভুল হয়নি টানা চারবারের ফিফা বিশ্বসেরা মেসির। এরপর ৩৯ মিনিটে পেড্রোর ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

২ মিনিটের ব্যবধানে তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করেন মেসি।

প্রথমার্ধের শেষ মিনিটে হেল্ডার পোস্টিগা ভেলেন্সিয়ার হয়ে প্রথম গোলটি করেন। এরপর অতিরিক্ত সময়ের তিন মিনিটে আবারো গোল করে ব্যবধান কমিয়ে আনেন পোস্টিগা। 

ভেলেন্সিয়া ১ গোলে পিছিয়ে থেকে বিরতীতে গেলেও দ্বিতীয়ার্ধে ফিরে আর গোল পরিশোধ করতে পারেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।