পেশা IT related. ভালো লাগে গ্রামের পরিবেশ
এটা আমার প্রথম পোষ্ট। লিখাটা আমার নিজের জীবনের-
আমি গ্রামের ছেলে। আমি ১৯৮৭ ইং সাল থেকে জাতীয় শিশুকিশোর সংগঠন "খেলাঘর" এর সাথে জড়িত। তখন থেকে আমাদের গ্রামে একটি শাখা আসর হয়। খুব ভালো লাগতো কার্যক্রম।
বৃটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের গ্রামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। গ্রামের নতুন প্রজন্মকে সেই সব বিপ্লবীদের এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযুদ্ধাদের নিয়ে খেলাঘরে বিভিন্ন অনুষ্ঠান করতাম।
হঠাৎ করে খেলাঘরের কেন্দ্রীয় কমিটিতে ভাংগন এলো ১৯৯২ এ। খেলাঘর দু'ভাগ হলো। আমাদের মন ভেংগে গেলেও গ্রামে খেলাঘরে তেমন কোন প্রভাব ফেলেনি।
ভালোই চলছিল। কিন্তু ভাংগনটা যেন পিছু ছাড়লো না। রাজনৈতিক অস্থিরতা এবং গ্রামের বিভিন্ন কারনে খেলাঘরের কার্যক্রম থেমে গেলো।
আমার অবাক লাগতো আমরা যারা সংগঠন করতাম সবাই গ্রামে যাচ্ছি, গল্প করছি কিন্তু সংগঠন চালু করা নিয়ে কিছু বলতাম না। যেসব ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম, সবার প্রশংসা পেতাম, তাদের অভিবাভকেরাও কোন দিন বললোনা আয় আমরা আছি, তোরা আবার এটা চালু কর।
হিসাব মিলাতে পারিনা, খেলাঘরে একদিন যারা ভাইবোন ছিল, তারা আজ অনেক বড়। আশা ছিলো একদিন ওরা আবারও হাল ধরবে। শুধু খেলাঘর বলে কথা না, গ্রামে যে কোন সংগঠনের হাল ওরা ধরবে। কিন্তু পুরোপুরি বিপরীত। ভাবটা এমন, এইসব ঝামেলার কাজে না গিয়ে ঘরে বসে বসে মোবইলে গান শুনা অনেক ভাল।
আমি অনেকবার চেষ্টা করলাম। আমি যতক্ষন থাকি, ততক্ষন সবাই আছে। কিন্তু চাকরির কারনে সময় দেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যায়।
বর্তমানে আমিও একজন পিতা। মুলতঃ আমার সন্তানের জন্য আমি আবার গ্রামে খেলাঘরের কাজ শুরু করেছি।
আমি দেখলাম- আমরা চাইলে আমাদের ব্যস্ততম সময়ের কিছুটা আমাদের শিশুদের জন্য দিতে পারি। মোটামুটি অনেকজনকে পেয়েও গেলাম। আমি একটা লক্ষ্য নিয়ে এইবার খেলাঘর করছি। আমাদের নতুন প্রজন্ম কে আগে জানাতে হবে নিজের গ্রাম সম্পর্কে। বৃটিশ বিরোধী আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আমাদের গ্রামের বীর সন্তানদের সম্পর্কে জানাতে হবে।
এর পর পাশের গ্রাম সম্পর্কে জানাবো। ছোটদের নিয়ে কয়েকটা অনুষ্ঠানও করলাম।
কেউ বিরোধীতা করছেনা ঠিকই, কিন্তু কি এক অদৃশ্য শক্তিকে উল্লেখ করে বলছে- কি দরকার এইসব, শুধূ শুধু ফালতু ঝামেলা। কতদিন পারবো জানিনা, কারন একই ধরনের কথা আমার ঘর থেকেও শুনা যাচ্ছে।
আসলেই ফালতু ঝামেলা ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।