শাহজাহান আকন্দ শুভ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য পুর্বের নির্ধারিত মূল্যের চেয়ে আরো ৩৩ শতাংশ কমিয়েছে। বর্তমানে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের মূল্য ২৭ হাজার টাকা। তা কমিয়ে গতকাল বিটিআরসি সর্বোচ্চ ১৮ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ওয়েট মেগমেন্ট ব্যান্ডউইথ মূল্য ১০ শতাংশ কমানোর সিদ্বান্ত নিয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান ব্রি. জে. জিয়া আহমেদ (অব বলেন, ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল সংযোজনের সময় এই ব্যান্ডউইথ মূল্য যথেষ্ট বেশি ছিল।
পর্যায়ক্রমে সর্বোচ্চ ১৮ হাজার টাকায় নামিয়ে আনার কারণে অপারেটররা বেশি ব্যান্ডউইথ ভাড়া নিয়ে কমমূল্যে ব্যবহারকারীদের দিতে পারবে। সেই সঙ্গে ব্যবহারকারীর সংখ্যা বাড়বে এবং ব্যবহারকারীরা আরো দ্রুতগতির ও মানসস্মত ইন্টারনেট সার্ভিস পাবে বলে আশা করা যায়। পরবর্তী পদক্ষেপে বিটিআরসি এই মূল্য কমানোর ফলে আইএসপি এবং মোবাইল অপারেটরের বর্তমান প্যাকেজ মূল্যে কী প্রভাব ফেলবে তা পর্যালোচনা করে নির্দেশনা জারি করবে। ’
এদিকে একাধিক সূত্র জানায়, বিটিআরসির ব্যান্ডউইথের চার্জ কমানোর সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছে। তারা বলছে, এই সুবিধার একটা বড় অংশই অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরাও ভোগ করবে।
বর্তমানে বিভিন্ন অপারেটরদের মাধ্যমে ই-ওয়ান কানেক্টিভিটি নিয়ে জোরেশোরে ভিওআইপি কর্মকাণ্ড চলছে। এই কর্মকাণ্ড প্রতিরোধে বিটিআরসি অনেকটাই নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে। সম্পাদনা: হাসান জাকির
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।