আমাদের কথা খুঁজে নিন

   

আজন্ম আক্ষেপের পুনর্জন্ম

যে মেয়েটির কোমল ঠোঁট কখনো বিপ্লবের কথা বলেনি, সে ঠোঁটের কড়া লাল লিপস্টিক যেনো- শ্লোগানের লাল পাখি হয়ে ঝাঁকে ঝাঁকে বেড়োয় খোলা আকাশে উড়ে বেড়ানোর জন্য। যে ছেলেটির হ্রদয়ে কখনো বিপ্লবের গল্প কিংবা ইতিহাস কোনো কম্পন সৃষ্টি করেনি, সে হ্রদয় আন্দোলনের ডাকে উন্মত্ত নাচে। যে দম্পতি বা প্রেমিক যুগল কখনো নিস্তব্ধতা ভাঙ্গেনি প্রকৃতির, নীল পাঞ্জাবি আর শাদা শাড়িতে জড়িয়ে থাকত; সে নীল আজ লেলিহান আগুনের তীব্র শিখায় পরিণত। আর শাদা- তার স্নিগ্ধতা, শুভ্রতা ভুলে সময়ের দাবিতে উত্তাল, অবিশ্রান্ত। এ প্রজন্ম গণজাগরণে পেয়েছে নতুন জন্ম অথবা আজন্মের আক্ষেপ ফিরে এসেছে পুনর্জন্মে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।