এক যে ছিল রাজকন্যা........তার ছিল একটা জাদুর কাঠি......তারপর......এখন বলবোনা........ইচ্ছে করছে না.....
...........তারপর একদিন তার ইচ্ছে হলো সে মনের মতো একজনের সাথে ঘুরতে যাবে....সে তার যাদুরকাঠিটাকে বললো তার মনের মতো কাউকে খুজেঁ দিতে ....কিন্তু তার যাদুরকাঠিটি তাকে না বলে দিলো.....।কারন....যাদুরকাঠিটি জানতো রাজকন্যাটি আর বেশিদিন বাচঁবেনা.....তাই সে তার মনের মতো কাউকে পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায়নি............রাজকন্যাতো তা যানেনা....সেতো যাদুরকাঠিটির অবাধ্যতায় রেগেই আগুন.....বাকিটা পরে বলবো......................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।